গ্রুপ সেরা পর্তুগালকে রুখে দিল ক্রোয়েশিয়া
উয়েফা নেশন্স লিগে টিকে থাকতে একটি পয়েন্টের দরকার ছিল ক্রোয়েশিয়ার। তবে প্রথমার্ধে গোল হজম করে ক্রোয়েশিয়ার সেই সম্ভাবনা পড়ে যায় হুমকির মুখে। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে, দ্বিতীয়ার্ধে দারুণ ফুটবল খেলে পর্তুগালের সঙ্গে ড্র করে কোয়ার্টার-ফাইনালে উঠল জ্লাতকো দালিচের শিষ্যরা।
সোমবার রাতে ঘরের মাঠে গ্রুপ পর্বে শেষ রাউন্ডের ম্যাচটি ১-১ গোলে ড্র করে ক্রোয়েশিয়া। ৩৩তম মিনিটে জোয়াও ফেলিক্সের গোলে পিছিয়ে পড়ার পর ৬৫তম মিনিটে সমতা টানেন ইয়োশকো ভার্দিওল।
আসরে টানা তিন ম্যাচ জয়শূন্য থেকে গ্রুপ পর্ব শেষ করল। তারপরও এখানে ড্রয়ে দারুণ উচ্ছ্বসিত, ছিটকে পড়ার দুয়ার থেকে যে পরের ধাপে উঠল তারা। ছয় ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপের রানার্সআপ হলো ক্রোয়েশিয়া। চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা পর্তুগাল।