ক্লাব সতীর্থ সনকে বর্ণবাদী মন্তব্য করে নিষিদ্ধ উরুগুইয়ান মিডফিল্ডার
টটেনহ্যাম হটস্পারের তারকা সন হিউং-মিনকে তারই ক্লাব সতীর্থই বর্ণবাদী মন্তব্য করেছেন। যে কারণে নিষেধাজ্ঞায় পড়েছেন উরুগুইয়ান মিডফিল্ডার রদ্রিগো বেন্তাঙ্কুর।
রদ্রিগো বেন্তাঙ্কুরকে ৭ ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলসের ফুটবলের অভিভাবক সংস্থা ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। একই সঙ্গে উরুগুয়ের এই সেন্ট্রাল মিডফিল্ডারকে ১ লাখ পাউন্ড জরিমানাও করেছে এফএ। এছাড়াও এই ২৭ বছর বয়সীকে বাধ্যতামূলকভাবে সরাসরি কোনো শিক্ষা কার্যক্রমে অংশ নেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে গত সেপ্টেম্বরে এফএ তার বিরুদ্ধে এই অভিযোগ আনে। আর জুনে নিজের দেশ উরুগুয়েতে এক টিভি অনুষ্ঠানে ক্লাব সতীর্থকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন বেন্তাঙ্কুর।
এ নিয়ে এফএ এক বিবৃতিতে জানায়, 'রদ্রিগো বেন্তাঙ্কুর অভিযোগ অস্বীকার করেছিলেন, কিন্তু স্বাধীন তদন্ত কমিশন এটির সন্দেহাতীত প্রমাণ পেয়েছে এবং একটি শুনানি শেষে তাকে নিষেধাজ্ঞা দিয়েছে।'
এদিকে এই ২৭ বছর বয়সী আগামী ২৬ ডিসেম্বরের আগে ইংল্যান্ডের কোনো ঘরোয়া আসরে খেলতে পারবেন না। ফলে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি, লিভারপুল এবং চেলসির বিপক্ষে তাকে পাবে না টটেনহ্যাম। এছাড়া লিগ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষেও খেলা হবে না এই মিডফিল্ডারের।