হত্যা মামলায় সাবেক মন্ত্রী ফারুকসহ ৫ জনের রিমান্ড আবেদন

আদালত প্রতিবেদন
১৮ নভেম্বর ২০২৪, ১৪:৫২
শেয়ার :
হত্যা মামলায় সাবেক মন্ত্রী ফারুকসহ ৫ জনের রিমান্ড আবেদন

ঢাকার ধানমন্ডি এলাকায় কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহম্মদ হোসেনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালত। এ ছাড়া একই থানাধীন এলাকায় কিশোর শামীম হত্যা মামলায় সাবেক বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী লে. কর্ণেল ফারুক খানসহ ৫ জনের বিরুদ্ধে ৫ দিন করে রিমান্ড আবেদন করেছে পুলিশ। 

আজ সোমবার সকালে সাবেক সংসদ সদস্য আহম্মদ হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করার পর ধানমন্ডি থানায় কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আবেদন করে কর্মকর্তা। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

গত ২০ আগস্ট রাতে রাজধানীর বনশ্রী থেকে আহম্মদ হোসেনকে আটক ডিবি পুলিশ। পরদিন পল্টনের মুদি দোকানদার নবীন তালুকদার হত্যা মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এদিকে ঢাকার ধানমন্ডি এলাকায় কিশোর শামীম হত্যা মামলায় সাবেক বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী লে. কর্ণেল ফারুক খানসহ ৫ জনের বিরুদ্ধে ৫ দিন করে রিমান্ড আবেদন করেছে পুলিশ। 

রিমান্ড চাওয়া অপর আসামিরা হলেন, সাবেক এমপি সাদেক খান, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক। 

আজ সোমবার সকালে রিমান্ড আবেদনকৃতদের মধ্যে সাদেক খান ও নজরুল ইসলামকে আদালতে হাজির করা হয়। অপর ৩ আসামিকে কারাকর্তৃপক্ষ হাজির না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্যাহ শুনানি পিছিয়ে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ৫ আগস্ট রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকার মিরপুর রোডস্থ গুলিবিদ্ধ হন মো. শামীম। পরবর্তীতে চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ৩ অক্টোবর ধানমন্ডি থানায় মামলা করেন নিহতের মা জাহানার বেগম। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৮জনকে আসামি করা হয়।