নেইমার সৌদি ছাড়ছেন কি না, স্পষ্ট করলেন তার এজেন্ট
ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে রেকর্ড দামে সৌদি লিগের ক্লাব আল-হিলালে যোগ দিয়েছিলেন নেইমার। ক্যারিয়ারে ইনজুরির কারণে বহুবার ভুগেছেন নেইমার। সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর এই প্রবণতা যেন আরও বেড়ে যায়। ইনজুরির কারণে দীর্ঘ প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন নেইমার। এরপর চলতি মাসের শুরুতে মাঠে ফিরে ৩০ মিনিটও খেলতে পারেননি তিনি।
পায়ে টান লাগায় ২৯ মিনিট পরই মাঠ ছাড়তে হয় তাকে। পরে জানা যায় তিনি হ্যামস্ট্রিং চোট পেয়েছেন। যে কারণে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে কমপক্ষে এক মাস মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছে তার ক্লাব আল হিলাল।
আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তি আগামী বছরের জুন পর্যন্ত। গুঞ্জন আছে, সৌদি অধ্যায় শেষ করে নিজ দেশে ফিরে যাবেন এই তারকা। ১০ বছর পর আবারও খেলতে পারেন শৈশবের ক্লাব সান্তোসে। তবে এমন গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন নেইমারের এজেন্ট জাহাবি।
বিষয়টি নিয়ে ফুটবলের পরিচিত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোকে জাহাবি বলেন, ‘নেইমারের আল-হিলাল ছাড়ার জন্য কোনো আলোচনা চলছে না। তিনি চুক্তির অধীনে আছেন এবং সেখানে খুব খুশি। নেইমারের বাবা এবং আমি; আমরাই একমাত্র মানুষ যারা নেইমারের ভবিষ্যত নিয়ে কথা বলতে পারি। আমি জানি না সাম্প্রতিক গুজব কোথা থেকে আসছে।’
যদিও জাহাবির কথাকে পাত্তা দিচ্ছেন না নেইমারের সান্তোসের যোগ দেওয়ার খবরটি প্রথমে ফাঁস করা সিজার লুইস মের্লো। তার দাবি, সময়ই তার বক্তব্য সত্য প্রমাণ করবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লিখেছেন, ‘সান্তোস যা বলেছে, নেইমারের এজেন্ট প্রকাশ্যে তা অস্বীকার করেছে। আমি যা প্রকাশ করেছি সেই কথায়ই থাকছি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে ব্রাজিলের মানুষ জানে আমি কীভাবে কাজ করি। যেমনটা আগে অনেকবার হয়েছে, সময়ই সত্যটা বের করে আনবে।’