গিলেস্পিকে নিয়ে গুঞ্জন উড়িয়ে দিল পাকিস্তান বোর্ড

স্পোর্টস ডেস্ক
১৮ নভেম্বর ২০২৪, ১১:০৫
শেয়ার :
গিলেস্পিকে নিয়ে গুঞ্জন উড়িয়ে দিল পাকিস্তান বোর্ড

চলতি বছরের এপ্রিলেই পাকিস্তানের লাল বলের কোচ হিসেবে নিয়োগ পান জেসন গিলেস্পি। একই সময়ে সাদা বলের ক্রিকেট ওয়ানডে ও টি-টোয়েন্টির কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় গ্যারি কারস্টেনকে। তবে গত মাসে দায়িত্ব থেকে অব্যাহতি নেন কারস্টেন। এরপর থেকে সাদা বলে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন গিলেস্পি। বর্তমানে দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে আছেন তিনি।

তবে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের একটি গণমাধ্যমের প্রতিবেদনের পর গুঞ্জন উঠেছিল, পাকিস্তানের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে গিলেস্পিকে। ৪৯ বছর বয়সী সাবেক এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারের জায়গায় পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমানে নির্বাচক কমিটিতে থাকা আকিব জাভেদকে বসানোর কথাও শোনা গেছে। তবে এমন গুঞ্জন গতকাল রবিবার উড়িয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

পাকিস্তান বোর্ডের একজন মুখমাত্র জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে পাকিস্তানের দায়িত্ব গিলেস্পির কাঁধেই থাকছে। খবর পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের। 

তবে সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানের সাদা বলের দায়িত্ব জাভেদই নিতে যাচ্ছেন। জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের আসন্ন সাদা বলের সিরিজই হতে পারে তার প্রথম দায়িত্ব। তাহলে গিলেস্পি শুধু টেস্টের দায়িত্বেই থাকবেন। অবশ্য, তিনি এটাই চান।

২৪ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। ঘরোয়া ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বিপুল অভিজ্ঞতার কারণেই ভাবা হচ্ছে জাভেদকে। 

পুরো পরিস্থিতি সৃষ্টি হয়েছে কারস্টেনের পদত্যাগের পর। গিলেস্পি শুধু টেস্টের দায়িত্বই নিতে চান। মেলবোর্নে অস্ট্রেলিয়ান মিডিয়াকে গিলেস্পি বলেছেন, ‘আমি অন্তর্বর্তী হিসেবেই শুধু সাদা বলের দায়িত্ব নিয়েছি। এই মুহূর্তে সাদা বলে স্থায়ীভাবে কোচিং করানোর ইচ্ছা আমার নেই। আমি পুরো সময়ে সাদা বলের কোচিং করানোর জন্য আবেদন করিনি।’

অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার আরও যোগ করেন, ‘আমি কোচিং ভালোবাসি কিন্তু বাড়ির বাইরে আমি ১১ মাস থাকতে পারব না। আমি এটাও মনে করি না যে এটা আমি মানসিকভাবে নিতে পারব।’ মূলত পরিবারকে সময় দিতে চান গিলেস্পি।