ইতালিকে হারিয়ে গ্রুপসেরা ফ্রান্স, ইসরায়েলের কাছে বেলজিয়ামের হোচট

স্পোর্টস ডেস্ক
১৮ নভেম্বর ২০২৪, ০৯:৪৬
শেয়ার :
ইতালিকে হারিয়ে গ্রুপসেরা ফ্রান্স, ইসরায়েলের কাছে বেলজিয়ামের হোচট

আগেই নেশন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে ফ্রান্স ও ইতালির। তবে গ্রুপসেরা কারা হয়, সেটিই দেখার ছিল। গতকাল রবিবার রাতে ইতালিকে ৩-১ গোলে হারিয়ে ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করল ফ্রান্স। গ্রুপের অন্য ম্যাচে ইসরায়েলের কাছে ১-০ গোলে হেরে হোচট খেয়েছে বেলজিয়াম। 

মিলানের সান সিরোয় সফরকারী ফ্রান্সের হয়ে দুইটি গোল দেন আদ্রিয়ান র‌্যাবিওট। ইতালির হয়ে আত্মঘাতী গোল দেন গুলিয়েলমো ভিকারিও। স্বাগতিকদের হয়ে একটি গোল শোধ করেন আন্দ্রেয়া কাম্বিয়াসো। ঘরের মাঠে ১৯৮৩ সালে সুইডেনের বিপক্ষে ৩-০ গোলে হারের পর প্রতিযোগিতামূলক ফুটবলে ঘরের মাঠে ইতালির সবচেয়ে বড় পরাজয় এটি।

গ্রুপে ৬ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ফ্রান্সের পয়েন্ট ১৩। ইতালির (৫) সমান পয়েন্ট হলেও গোল পার্থক্যে এগিয়ে ফ্রান্স (৬)। তিনে থাকা বেলজিয়ামের পয়েন্ট ৪। একই পয়েন্ট নিয়ে চারে ইসরায়েল। 

কয়েকদিন আগে ইসরায়েলের বিপক্ষে গোলশূন্য ড্র করা ফ্রান্স আজও খেলতে নামে দলের প্রধান তারকা কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই। যদিও ইতালির বিপক্ষে ম্যাচে তার প্রভাব পড়েনি। ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় ফ্রান্স। দিনিয়ের কর্নারে হেড থেকে গোল দেন র‌্যাবিওট। 

৩৩ মিনিটে ইতালির জালে আরও একবার বল জড়ায়। দিনিয়ে ফ্রি কিক নিলে বল ক্রসবারে লেগে ইতালিয়ান তারকা ভিকারিওর পিঠে লাগলে বল জালে জড়ায়। দুই মিনিট পরই গোল শোধ করে ইতালি। ভলিতে লক্ষ্যভেদ করেন ইতালিয়ান ডিফেন্ডার কাম্বিয়াসো। ম্যাচে নিজেদের হয়ে তৃতীয় গোলটি র‌্যাবিওট দেন ৬৫তম মিনিটে। এবারও দিনিয়ের ফ্রি কিকে হেডে গোল দেন তিনি। আর কোনো গোল না হলে এই ব্যবধানেই শেষ হয় ম্যাচ।