২০ বছর পর রিংয়ে ফিরে হার দেখলেন কিংবদন্তি টাইসন

স্পোর্টস ডেস্ক
১৬ নভেম্বর ২০২৪, ১২:৫৮
শেয়ার :
২০ বছর পর রিংয়ে ফিরে হার দেখলেন কিংবদন্তি টাইসন

জ্যাক ও টাইসন। ছবি: সংগৃহীত

শতাব্দীর অন্যতম বড় ম্যাচে মাইক টাইসন রিংয়ে ফিরেছেন প্রায় ২০ বছর পর। তবে হাঁটুর বয়সী জ্যাক পলের সঙ্গে শেষ পর্যন্ত পেরে উঠলেন না। বিচারকেরা টাইসনের বিপক্ষে পলকে ৮০-৭২, ৭৯-৭৩ এবং ৭৯-৭৩ স্কোরে এগিয়ে রেখেছিলেন।

আজ শনিবার টেক্সাসের আরলিংটনের এটিএন্ডটি স্টেডিয়ামে মুখোমুখি হন দুজন। যেখানে ৫৮ বছর বয়সী টাইসন থেকে নিশ্চিত এগিয়ে থেকেই জয় পান ইউটিউবার থেকে বক্সার বনে যাওয়া জ্যাক।

যদিও ৮ রাউন্ডের এই ম্যাচে কিংবদন্তি টাইসন প্রথম দুই রাউন্ডে দারুণ খেলেন। তবে পল শেষ ৬ রাউন্ড নিজের করে ম্যাচ জিতে নেন।

১৯৮৫ সালে পেশাদারি বক্সিং ক্যারিয়ার শুরু করা টাইসনের এটি ছিল ৫৭তম ম্যাচে। যেখানে ৫০ জয়ের বিপরীতে তিনি হারলেন ৭টিতে।