২০ বছর পর রিংয়ে ফিরে হার দেখলেন কিংবদন্তি টাইসন

স্পোর্টস ডেস্ক
১৬ নভেম্বর ২০২৪, ১২:৫৮
শেয়ার :
২০ বছর পর রিংয়ে ফিরে হার দেখলেন কিংবদন্তি টাইসন

শতাব্দীর অন্যতম বড় ম্যাচে মাইক টাইসন রিংয়ে ফিরেছেন প্রায় ২০ বছর পর। তবে হাঁটুর বয়সী জ্যাক পলের সঙ্গে শেষ পর্যন্ত পেরে উঠলেন না। বিচারকেরা টাইসনের বিপক্ষে পলকে ৮০-৭২, ৭৯-৭৩ এবং ৭৯-৭৩ স্কোরে এগিয়ে রেখেছিলেন।

আজ শনিবার টেক্সাসের আরলিংটনের এটিএন্ডটি স্টেডিয়ামে মুখোমুখি হন দুজন। যেখানে ৫৮ বছর বয়সী টাইসন থেকে নিশ্চিত এগিয়ে থেকেই জয় পান ইউটিউবার থেকে বক্সার বনে যাওয়া জ্যাক।

যদিও ৮ রাউন্ডের এই ম্যাচে কিংবদন্তি টাইসন প্রথম দুই রাউন্ডে দারুণ খেলেন। তবে পল শেষ ৬ রাউন্ড নিজের করে ম্যাচ জিতে নেন।

১৯৮৫ সালে পেশাদারি বক্সিং ক্যারিয়ার শুরু করা টাইসনের এটি ছিল ৫৭তম ম্যাচে। যেখানে ৫০ জয়ের বিপরীতে তিনি হারলেন ৭টিতে।