১ বছর পর খেলতে নামা মালদ্বীপের কাছে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৩ নভেম্বর ২০২৪, ২০:১৭
শেয়ার :
১ বছর পর খেলতে নামা মালদ্বীপের কাছে হারল বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ১ বছর পর ফুটবল খেলতে নেমেছিল মালদ্বীপ। ঘরের মাঠে সেই দলটির কাছেই হেরে গেল বাংলাদেশ। ফিনিশিং দুর্বলতার মাশুল গুনে বসুন্ধরার কিংস অ্যারেনায় মালদ্বীপের কাছে বাংলাদেশের হার ১-০ গোলে। ম্যাচের ১৯তম মিনিটে হামজা মোহাম্মদের নেওয়া ফ্রি কিকে মাথা ছুঁইয়ে একমাত্র গোলটি করেন আলী ফাসির। 

এই হারের ফলে র‌্যাঙ্কিংয়ে ১৬৩তম স্থানে থাকা মালদ্বীপের বিপক্ষে ১৮৫তম স্থানে থাকা বাংলাদেশের অজেয় যাত্রা থামল। এই ম্যাচের আগে সবশেষ তিন ম্যাচে মালদ্বীপের কাছে হারেনি বাংলাদেশ। আজকের আগে ঘরের মাঠে সবশেষ ম্যাচেও মালদ্বীপকে ২-১ গোলে হারায় তপু বর্মন-সোহেল রানারা। 

কিংস অ্যারেনায় আজ ম্যাচটি শুরু হয় সন্ধ্যা ছয়টায়। বিশ্রামে থাকায় ম্যাচটি খেলেননি নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া, তার পরিবর্তে অধিনায়কত্ব করেছেন ডিফেন্ডার তপু বর্মণ। আরেক প্রবাসী ফুটবলার তারেক কাজী ও ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকেও পায়নি বাংলাদেশ।

ম্যাচে শুরু থেকেই নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের। তবে বেশ কয়েকটি আক্রমণ করলেও সফল হয়নি। ষষ্ঠ মিনিটে শেখ মোরসালিনের শট শট ডিফেন্ডার ইউসুফ হুসেইন কোনোমতে পা দিয়ে আটকান, এরপর তার ফিরতি প্রচেষ্টাও প্রতিহত হয় আরেকজনের গায়ে লেগে। উল্টো ১৮ মিনিটে খেয়ে বসে প্রথম গোল। বক্সের সামনে ফাউল করে প্রতিপক্ষকে ফ্রি কিক উপহার দেয় বাংলাদেশ। হামজা মোহাম্মদের নেয়া শটে বাংলাদেশ বক্সের মধ্যে ফ্রি হেড করেন আলী ফাসির। চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমার। 

---প্রথমার্ধ শেষে ইসা ফয়সাল, রাকিবদের চোখে ছিল রাজ্যের হতাশা। ছবি: সংগৃহীত

আজ গোলবারের নিচে বেশ নড়বড়ে অবস্থায় ছিলেন মিতুল। গোল খাওয়ার দুই মিনিট পর গোল শোধের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে ফাহিমের ক্রস রাকিবের পৌঁছানোর আগেই ফিরিয়ে দেন মালদ্বীপের গোলরক্ষক। ৩০তম মিনিটে ইসা ফয়সালে একটি ক্রসে ফাহিমের ভলি পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ। 

দ্বিতীয়ার্ধে দারুণ কিছু শট নিয়েছিলেন মোরসালিন। তবে গোলবারের নিচে আজ দুর্দান্ত ছিলেন মালদ্বীপের গোলরক্ষক হুসেইন শরীফ। ম্যাচের ৬৫ মিনিটে তিনটি পরিবর্তন করেন কোচ কাবরেরা। শাহরিয়ার ইমন, চন্দন রায় ও মজিবর রহমান জনি নামার পর খেলার গতি আরও বাড়ে। তবে কাঙ্ক্ষিত গোল আর পাওয়া হয়নি। দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে কর্নার থেকে রাকিবের ব্যাক হিল গোল লাইনে প্রবেশ করতে করতে বাইরে বেরিয়ে যায়। শেষ পর্যন্ত হতাশ নিয়েই মাঠ ছাড়তে হয় মোরসালিন-রাকিবদের।