রাহুল, সূর্যকুমার সবাইকে স্বাগতম: রিজওয়ান
পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফি খেলতে সেদেশে না যাওয়ার সিদ্ধান্ত আইসিসিকে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট সংস্থা বিসিসিআই। ভারত সরকারের পরামর্শেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। তবে পাকিস্তানে গেলে ভারতের ক্রিকেটারদের স্বাগতম জানানো হবে বলে জানিয়েছেন সাদা বলে পাকিস্তানের নতুন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজের অপেক্ষায় আছে পাকিস্তান। আগামীকাল ব্রিসবেনে শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। সিরিজকে সামনে রেখে আজ বুধবার সংবাদ সম্মেলনে আসেন রিজওয়ান। এ সময় চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিয়ে জটিলতা দ্রুত শেষ হবে বলে আশা করেন পাকিস্তান অধিনায়ক।
রিজওয়ান বলেন, ‘লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব সবাইকে স্বাগতম। যারা আসবে সকল খেলোয়াড়কে আমরা স্বাগতম জানাবো। এটা আমাদের সিদ্ধান্ত নয়, এটা পিসিবির সিদ্ধান্ত। যে-ই সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, আশা করছি তারা আলোচনা করবে এবং সঠিক সিদ্ধান্ত নেবে। কিন্তু আমরা আশা করছি যে সব ভারতীয় খেলোয়াড় আসবে, আমরা তাদের স্বাগতম জানাবো।’
আগামী বছরের ফেব্রুয়ারির ১৯ থেকে ৯ মার্চ পর্যন্ত পাকিস্তানের তিনটি ভেন্যুতে আয়োজিত হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টে ৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপপর্বের পর চার দলের সেমিফাইনাল ও ফাইনালে খেলবে দুই দল। ৮টি দল হলো- আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।
ভারত ও পাকিস্তানের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এশিয়া কাপের মতো চ্যাম্পিয়নস ট্রফিতেও হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছে বিসিসিআই। দুবাইতে খেলতে চায় ভারত। যদিও পিসিবি প্রধান মহসিন নকভি এমন কোনো প্রস্তাব পাওয়ার কথা উড়িয়ে দিয়েছেন। পাকিস্তানের বাইরে কোনো ম্যাচ না নিতে দৃঢ়প্রতিজ্ঞ তিনি। পাকিস্তান সরকারও পিসিবিকে আপোসহীন থাকতে বলছে বলে উল্লেখ করা হয়েছে জিও টিভির প্রতিবেদনে। এদিকে, শোনা যাচ্ছে দক্ষিণ আফ্রিকায়ও সরিয়ে নেওয়া হতে পারে চ্যাম্পিয়নস ট্রফি।