মালদ্বীপ ম্যাচে বাংলাদেশের একাদশে যারা

স্পোর্টস ডেস্ক
১৩ নভেম্বর ২০২৪, ১৮:০০
শেয়ার :
মালদ্বীপ ম্যাচে বাংলাদেশের একাদশে যারা

আন্তর্জাতিক দুটি ফিফা প্রীতি ম্যাচের প্রথমটিতে আজ বুধবার স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হয়েছে মালদ্বীপ। বসুন্ধরা কিংস অ্যারেনায় ৬টায় শুরু হওয়া এই ম্যাচে প্রথমবারের মতো একাদশে জায়গা পেয়েছেন নব্বইয়ের দশকের তারকা ক্রিকেটার হালিম শাহর ছেলে কাজেম শাহ। 

এই প্রীতি ম্যাচের দলে নেই বাংলাদেশের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি না থাকায় অধিনায়কত্বের আর্মব্যান্ড পরেছেন ডিফেন্ডার তপু বর্মণ। গোলবারের নিচে মিতুল মারমার ওপর আস্থা রেখেছেন কোচ হাভিয়ের কাবরেরা। 

রক্ষণভাগে তপুর সঙ্গে আছেন সাদ উদ্দিন, ইসা ফয়সাল ও শাকিল তপু। মাঝমাঠে ও ফরোয়ার্ড লাইনে আছেন হৃদয়, শেখ মোরসালিন, সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিমরা। 

মালদ্বীপের বিপক্ষে গত বছর অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচে পয়েন্ট অর্জন করেছিল বাংলাদেশ। সর্বশেষ ঘরের মাঠে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছিল লাল-সবুজের জার্সিধারীরা। এই জয়টি আজকের ম্যাচে বড় অনুপ্রেরণা জোগাবে। ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ২২ ধাপ এগিয়ে রয়েছে মালদ্বীপ। বর্তমানে ১৮৫তম অবস্থানে আছে বাংলাদেশ। মালদ্বীপ রয়েছে ১৬৩তম স্থানে। এ পর্যন্ত দুদল পরস্পরের বিপক্ষে ১৮টি ম্যাচ খেলেছে। এর মধ্যে বাংলাদেশ ৮টি ম্যাচে জিতেছে। ড্র করেছে ৪টি ম্যাচে। বাকি ৬টি ম্যাচে জিতেছে মালদ্বীপ।

বাংলাদেশ একাদশ: মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মণ, শাকিল তপু, ইসা ফয়সাল, সাদ উদ্দিন, হৃদয়, সোহেল রানা, সৈয়দ শাহ কাজেম কিরমানি, শেখ মোরসালিন, রাকিব ও ফয়সাল আহমেদ ফাহিম।