সতীর্থদের শোকরানা নামাজ পড়তে বললেন রিজওয়ান
২০০২ সালে ওয়াসিম আকরাম-সাঈদ আনোয়ারদের হাত ধরে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছিল পাকিস্তান। এরপর দীর্ঘ ২২ বছরে দেশটির মাটিতে আর কোনো সিরিজ জিততে পারেনি দলটি। এবার অস্ট্রেলিয়ার মাটিতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতল মোহাম্মদ রিজওয়ানের দল। এমন ঐতিহাসিক সিরিজ জয়ের পর সবাইকে শোকরানা নামাজ আদায় করার আহ্বান জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক।
পাকিস্তানি গণমাধ্যম ‘ক্রিকেট পাকিস্তান’-এর প্রতিবেদন অনুযায়ী, ড্রেসিংরুমে সতীর্থ খেলোয়াড়দের উদ্দেশে বক্তৃতায় রিজওয়ান সবাইকে শোকরানা নামাজ আদায় করার এই আহ্বান জানান। তবে সিরিজ জিতলেও খেলোয়াড়দের মাটিতে পা রাখার ও সাফল্যের ওপর কালো দাগ পড়তে পারে এমন আচরণ এড়াতে সতর্ক করেন।
রিজওয়ান বলেন, ‘আসুন, সবাই আনন্দ করি। তবে মনে রাখতে হবে, আমাদের কোনো তারকার ওপর যেন কোনো নেতিবাচক প্রভাব না পড়ে।’ অস্ট্রেলিয়া সিরিজের আগেই অধিনায়কের দায়িত্ব পাওয়া এই উইকেটকিপার ব্যাটার আরও উল্লেখ করেন, খুব কম লোকই আশা করেছিল যে অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে আমরা হারাতে পারব। এই অর্জনকে ভবিষ্যতে আরও ভালো করার শুরু এবং শিক্ষা অর্জনের সূচনা হিসেবে উল্লেখ করেছেন তিনি।
পাকিস্তান অধিনায়ক মনে করেন, মাঠে পাকিস্তানের খেলোয়াড়দের ঐক্য বাহ্যিক নানা সমস্যা দূর করেছে এবং ভেতরের শক্তি বাড়িয়েছে। তার ভাষ্য, ‘আমি নিশ্চিত যে অন্যান্য দলগুলো আমাদের উদাহরণ থেকে নোট নিয়েছে এবং শিখেছে।’
ওয়ানডে সিরিজ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। আগামীকাল বৃহস্পতিবার ব্রিসবেনে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজে অস্ট্রেলিয়াকে হারানোর ওপরও জোর দিয়েছেন রিজওয়ান। শুধু সিরিজই নয় চ্যাম্পিয়ন্স ট্রফি, বিশ্বকাপ, এমনকি অলিম্পিকের মতো বড় শিরোপাও জেতার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন পাকিস্তান অধিনায়ক। তার মতে, পাকিস্তান প্রতিটি আন্তর্জাতিক মঞ্চে ইতিহাস তৈরি করবে এবং ক্রিকেটের রেকর্ড বইয়ে নতুন অধ্যায় লিখবে।