লিঙ্গ পরিবর্তন করে আরিয়ান থেকে আনায়া ভারতের সাবেক ক্রিকেটারের সন্তান

স্পোর্টস ডেস্ক
১১ নভেম্বর ২০২৪, ১৪:৪৪
শেয়ার :
লিঙ্গ পরিবর্তন করে আরিয়ান থেকে আনায়া ভারতের সাবেক ক্রিকেটারের সন্তান

ভারতের সাবেক ক্রিকেটার ও ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের ছেলে আরিয়ানকে অনেকেই চেনেন। ক্রিকেটার বিরাট কোহলি-মহেন্দ্র সিং ধোনিদের সঙ্গে দেখা গেছে তাকে। লিঙ্গ পরিবর্তন করে ছেলে থেকে নিজেকে মেয়েতে রূপান্তর হয়ে নতুন করে আলোচনায় এই আরিয়ান। তিনি নিজের নতুন নাম দিয়েছেন আনায়া। হরমোন পরিবর্তন করতে ১০ মাস লেগেছে তার।

সম্প্রতি ইনস্টাগ্রামে নিজেই নিজের রূপান্তরের এই যাত্রা তুলে ধরেন আনায়া। সঞ্জয় বাঙ্গারের সন্তান বলেন, ‘পেশাদার ক্রিকেটার হওয়ার যে লড়াই সেটা ব্যর্থ হয়েছে। সকাল থেকে মাঠে অন্যদের দ্বিধা-দন্দ্বই সামলে গিয়েছি দিনের পর দিন। এতদিনের ত্যাগ, প্রচেষ্টা কাজে লাগেনি।’ 

তিনি আরও লিখেছেন, ‘কিন্তু খেলার ঊর্ধ্বে উঠে আরও একটা জীবন রয়েছে আমার। যেখানে নিজেকে নতুন করে খুঁজে পেয়েছি। সেটা করতে গিয়ে অনেক চ্যালেঞ্জ সামলাতে হয়েছে। কঠিন সময়ে নিজেকে চিনতে পারাটা আসল। কঠিন হলেও সেটা করতে পেরেছি। আজ আমি গর্বিত যে ক্রিকেটের মতো খেলার সঙ্গে জড়িয়ে রয়েছি।’

বর্তমানে ইংল্যান্ডের ম্যানচেস্টারে বাস করছেন ২৩ বছরের আনায়া। রূপান্তরের আগে বাবার মতোই জিমখানা ক্লাবের হয়ে খেলেছেন তিনি। বাঁহাতি ব্যাটার একই সঙ্গে লেস্টরশায়ারের হিঙ্কলে ক্রিকেট ক্লাবে খেলেন। তবে ক্রিকেটার হিসেবে টিকে থাকা তার জন্য সহজ নয়। ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী মেয়েদের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আইসিসি। আনায়ার কণ্ঠে আছে সেই হতাশাও। 

সঞ্জয় বাঙ্গারের এই সন্তান বলেন, ‘কখনো ভাবিনি যে ক্রিকেটকে ভালোবেসেছি চিরকাল, সেটা থেকেই সরে দাঁড়াতে হবে। যন্ত্রণাময় বাস্তবের মুখোমুখি দাঁড়াতে হয়েছে আমাকে। শরীর বদলে দিয়েছে আমায়। কিন্তু ক্রিকেটটা সরে গিয়েছে আমার কাছ থেকে। ট্রান্স-উইমেনদের জন্য ক্রিকেটে সঠিক নিয়ম নেই। মনে হচ্ছে, নিয়মই যেন আমাকে ক্রিকেট থেকে বাতিল করে দিয়েছে।’

কোহলি-ধোনির সঙ্গে আরিয়ান ও পরের ছবি দেখুন এখানে