টানা ৭ জয়ের পর হারল বার্সেলোনা
হ্যান্সি ফ্লিকের দায়িত্ব নেওয়ার পর উড়ছিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে জিতেছে টানা ৭ ম্যাচ। অবশেষে রিয়াল সোসিয়েদাদের কাছে হার মেনেছে দলটি। প্রতিপক্ষের মাঠে কাতালানদের হার ০-১ গোলে। প্রথমার্ধে ম্যাচের একমাত্র গোলটি আসে শেরালদো বেকারের থেকে।
চোটের কারণে এদিন বার্সার হয়ে খেলতে পারেননি লামিনে ইয়ামাল। তার অভাব হারে হারে টেল পেল হ্যান্সি ফ্লিকের দল। লা লিগায় এটি তাদের মাত্র দ্বিতীয় হার। আর সব প্রতিযোগিতা মিলিয়ে তৃতীয়।
ম্যাচে শুরু থেকেই বল নিজেদের কাছেই বেশি রাখে বার্সা। ১৩তম মিনিটে সুযোগ পেয়ে রবার্তো লেভানডফস্কি বল সোসিয়েদাদের জালে জড়ালেও অফসাইডের বাঁশি বাজান রেফারি। চার মিনিট পর পর কর্নারে ইনিগো মার্তিনেসের হেড পাসে আরেক ডিফেন্ডার পাউ কুবার্সির হেড ক্রসবারের ওপর দিয়ে যায়। ২৯তম মিনিটে বার্সেলোনা গোলরক্ষক ইনিয়াকি পেনিয়ার দৃঢ়তায় গোল খাওয়া থেকে বাঁচে বার্সা।
সোসিয়েদাদ গোল আদায় করে নেয় ৩৩তম মিনিটে। সতীর্থের থেকে পাওয়া পাস নিয়ে বার্সার বক্সে ঢুকে পড়েন বেকার। গোল আদায় করতে কোনো ভুল করেননি তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে সোসিয়েদাদ আরেকটি সুযোগ পেলেও বল বাইরে পাঠান সোসিয়েদাদের মিকেল ওইয়ারসাবাল। দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও আরও গোল হয়নি। হারের যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
এই হারে আন্তর্জাতিক বিরতির আগে শিরোপা প্রতিদ্বন্দ্বী রিয়ালের থেকে ৯ পয়েন্ট এগিয়ে যাওয়ার সুযোগ হারাল বার্সেলোনা। ১৩ ম্যাচে ১১ জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে হ্যান্সি ফ্লিকের দল। এক ম্যাচ কম খেলে দুইয়ে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। সোসিয়েদাদ ১৮ পয়েন্ট নিয়ে এখন সাত নম্বরে।