পাকিস্তানের সর্বকালের সেরা ৩ ব্যাটার বেছে নিলেন ভন
অস্ট্রেলিয়ার মাটিতে দেশটির বিপক্ষে ২২ বছর পর সিরিজ জয়ের আনন্দে মেতেছে পাকিস্তান। এর আগে, ২০০২ সালে ওয়াসিম আকরাম-সাঈদ আনোয়ারদের হাত ধরে এসেছিল এই সাফল্য। পার্থে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়ার দেওয়া ১৪১ রানের লক্ষ্য ১৩৯ বল ও ৮ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় সফরকারীরা।
বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা যখন শিরোপ উদযাপনে ব্যস্ত, তখন স্টুডিওতে ব্যস্ত ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন ও অস্ট্রেলিয়ার সাবেক বিধ্বংসী উইকেটকিপার ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট। বিশ্লেষণের এক পর্যায়ে পাকিস্তানের সর্বকালের সেরা তিন ক্রিকেটারের নাম বাছাই করেন ভন।
পাকিস্তানের সর্বকালের সেরাদের মধ্যে তিনে বাবরকে রাখেন ভন। পাকিস্তানের সাবেক এই অধিনায়কের সব সংস্করণে ধারাবাহিকতা বিবেচনা করে তাকে এমন স্থানে রেখেছেন ভন, ‘আমি একজন আধুনিক যুগের খেলোয়াড়কে (বাবর) বাছাই করছি, একজন আধুনিক যুগের আশীর্বাদ। কিছুদিন আগেই টেস্ট দল থেকে বাদ পড়েছে কিন্তু আমি নিশ্চিত সে দারুণভাবে ফিরে আসবে। সব সংস্করণেই সে বিশ্বসেরা।...সব সংস্করণ মিলিয়ে তার ব্যাটিং গড় ৪৭ এবং ওয়ানডেতে গড় প্রায় ৫৭।’
দুই নম্বরে ভন রেখেছেন পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হককে। ভন বলেন, ‘দ্য বিগ ইনজি..আপনি তাকে সব সংস্করণেই নিতে পারবেন। সে দৌঁড়ে রান নেওয়ার ওপর নির্ভর করতেন না। তার এটি করার দরকার ছিল না কারণ সে শট করে সহজেই মাঠের বাইরে বল পাঠাতে পারত।’
পাকিস্তানের সর্বকালের সেরা ব্যাটার হিসেবে ভন বেছে নিয়েছেন কিংবদন্তি জাভেদ মিয়াদাঁদকে। ভন বলেন, ‘জাভেদ মিয়াঁদাদ। কী অসাধারণ একজন খেলোয়াড়! দারুণ এক যোদ্ধা তিনি! আশির দশকে দক্ষতা এবংআগ্রাসন; তিনিই সম্ভবত প্রথম যাকে আমি সব সংস্করণেই দারুণভাবে সুইপ শট খেলতে দেখেছিলাম।’