আর একটি সিরিজের ওপর ঝুলে আছে গম্ভীরের ভাগ্য

স্পোর্টস ডেস্ক
০৯ নভেম্বর ২০২৪, ১৭:২৭
শেয়ার :
আর একটি সিরিজের ওপর ঝুলে আছে গম্ভীরের ভাগ্য

কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) চ্যাম্পিয়ন বানিয়ে ভারত জাতীয় দলের কোচ পদে আসীন হন সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। তবে নায়কবেশে এলেও খলনায়ক হতে বেশি দেরি লাগেনি তার। রাহুল দ্রাবিড়ের ছেড়ে যাওয়া যায়গায় নিজেকে প্রমাণ করতে পারেননি তিনি। 

গম্ভীর দায়িত্ব পাওয়ার পর প্রথমেই শ্রীলংকার বিপক্ষে সিরিজ হারে ভারত। ২৭ বছর পর এমনটি ঘটল। এরপর ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ জিতলেও নিউজিল্যান্ডের বিপক্ষে হয় ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ। এই প্রথম কিউইদের বিপক্ষে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হলো দলটি। 

গম্ভীরের কাছ থেকে সবার আশা ছিল, ভারত দলকে দারুণ জায়গায় নিয়ে যাবেন তিনি। তবে এই সময়েই কঠিন সময় পার করছে দলটি। চলতি মাসেই ৫ ম্যাচের টেস্ট সিরিজ ‘বোর্ডার-গাভাস্কার ট্রফি’ খেলতে অস্ট্রেলিয়া যাবে ভারত। এই সিরিজের ওপরই নির্ভর করছে ভারত দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার ভাগ্য। সঙ্গে গৌতম গম্ভীরেরও। অন্য একটি গণমাধ্যমের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, এই সিরিজে ব্যর্থ হলে টেস্টের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে গম্ভীরকে। 

প্রতিবেদনে বলা হয়, গম্ভীরকে সরিয়ে টেস্ট দলের দায়িত্ব দেওয়া হতে পারে ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান ভিভিএস লক্ষণকে। আর গম্ভীরকে শুধু সাদা বলের দায়িত্বে রাখার সম্ভাবনা আছে। ভারত যদি দুই কোচ পদ্ধতিতে যায়, তাহলে সেটি হবে দেশটির ক্রিকেট ইতিহাসে প্রথম ঘটনা।