কুমির ও হাঙরের মুখ থেকে বেঁচে ফিরলেন বোথাম

স্পোর্টস ডেস্ক
০৮ নভেম্বর ২০২৪, ১৬:৫১
শেয়ার :
কুমির ও হাঙরের মুখ থেকে বেঁচে ফিরলেন বোথাম

ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে বিবেচনা করা হয় ইংল্যান্ডের ইয়ান বোথামকে। ক্রিকেট ছাড়ার পর মাছ ধরা বোথামের অন্যতম নেশা। তবে এই নেশা পূরণ করতে গিয়ে মৃত্যুমুখে পতিত হয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে মাছ ধরতে গিয়ে একটুর জন্য কুমির ও হাঙরের আক্রমণের হাত থেকে বাঁচেন বোথাম। 

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মার্ভ হিউসের সঙ্গে অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে মাছ ধরার চার দিনের সফরে যান বোথাম। এ সময় নৌকার দড়ির কারণে ছিটকে পাশের নদীতে পড়ে যান। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, এরপর তাকে ঘিরে ধরে কুমির ও হাঙর। যদিও বেশি ক্ষতি হওয়ার আগেই তাকে পানি থেকে উদ্ধার করা হয়। 

ঘটনার পর ৬৮ বছর বয়সী বোথামের শরীরে বড় ক্ষত ও দাগ দেখা গেছে। অন্যদের সঙ্গে বোথাম ও হিউজেস অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের মোয়েল নদীতে মাছ ধরছিলেন। ভয়াল এই ঘটনার কথা বলতে গিয়ে সঙ্গে থাকা লোকদের প্রশংসা করেন বোথাম। তারাই উদ্ধার করেন তাকে। 

বোথাম বলেন, ‘পানিতে পড়ার চেয়েও দ্রুতগতিতে যেন আমাকে টেনে তোলা হয়। বেশ কয়েকটি চোখ আমার দিকে তাকিয়েছিল। ভাগ্যক্রমে, পানিতে কী ছিল সেটি নিয়ে আমার ভাবার সময় ছিল না। ...আমি এখন ঠিক আছি।’

মাছ ধরা দীর্ঘদিন ধরে বোথামের একটি পরিচিত শখ। নিজেদের ক্রিকেট ক্যারিয়ারে, বিশেষ করে অ্যাশেজ চলাকালে কঠোর প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত ছিলেন বোথাম এবং মার্ভ হিউজ। একবার হিউজের করা ওভারে ২২ রান নিয়েছিলেন বোথাম। অ্যাশেজে তখনো পর্যন্ত সেটাই ছিল সর্বোচ্চ খরুচে ওভার। যদিও এখন বেশ গাঢ় সম্পর্ক এই দুজনের। 

টেস্টে ১০২ ম্যাচ খেলেছেন কিংবদন্তি অলরাউন্ডার বোথাম। যেখানে ৫ হাজারের বেশি রান করার পাশাপাশি নিয়েছেন ৩৮৩ উইকেট। ওয়ানডেতে ১১৬ ম্যাচে খেলে ২ হাজারের ওপর রান করার পাশাপাশি ১৪৫ উইকেট নিয়েছেন বোথাম।