অস্ট্রেলিয়াকে ডাকছে ইতিহাস, স্টার্ক-ম্যাক্সওয়েলের সামনে মাইলফলক
পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগামীকাল শুক্রবার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। অ্যাডিলেড ওভালে অনুষ্ঠেয় এই ম্যাচে জিতলেই সিরিজ নিশ্চিত করবে স্বাগতিকরা। এর আগে, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত প্রথম ম্যাচে জয় দিয়ে সিরিজে এগিয়ে অস্ট্রেলিয়া।
ঘরের মাঠে ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ ‘বোর্ডার-গাভাস্কার ট্রফি’র আগে ছন্দে ফিরেছেন অস্ট্রেলিয়ার অন্যতম পেসার মিচেল স্টার্ক। পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১০ ওভারের স্পেলে ৩৩ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নেন এই বাঁহাতি পেসার।
দ্বিতীয় ওয়ানডেতে এই ৩ উইকেটের মাধ্যমে দারুণ এক মাইলফলকের পথে এগিয়ে গেলেন স্টার্ক। চতুর্থ অস্ট্রেলীয় বোলার হিসেবে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করা থেকে আর মাত্র ৬ উইকেট দূরে আছেন স্টার্ক। নূন্যতম ৫০ উইকেট পাওয়া অস্ট্রেলিয়ানদের মধ্যে সবচেয়ে ভালো স্ট্রাইকরেট (২৬.৫৯) অবশ্য স্টার্কেরই।
মাইলফলকের সামনে দাঁড়িয়ে স্টার্কের সতীর্থ গ্লেন ম্যাক্সওয়েলও। ওয়ানডেতে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করা থেকে মাত্র ৬৬ রান দূরে আছেন এই ডানহাতি। অবশ্য প্রথম ওয়ানডেতে ‘শূন্য’ রানে আউট না হলে সেই পথে কিছুটা এগিয়ে যেতেন ম্যাক্সওয়েল।
এদিকে, ইতিহাস গড়ার পথে আছে অস্ট্রেলিয়া দলও। প্রথম ওয়ানডেতে জয় ছিনিয়ে পাকিস্তানের বিপক্ষে জয়ের রেকর্ডটা ৭১-এ নিয়ে গেছে অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিপক্ষে সমান জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজও। যদিও ক্যারিবীয়দের চেয়ে ২৮ ম্যাচ কম খেলেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ওয়ানডেতে জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলার সুযোগ আছে অজিদের সামনে।