রিয়ালের দুর্বলতা কোথায়, খুঁজে পেয়েছেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
০৬ নভেম্বর ২০২৪, ১৮:৩৫
শেয়ার :
রিয়ালের দুর্বলতা কোথায়, খুঁজে পেয়েছেন আনচেলত্তি

সবশেষ মৌসুমেও চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। তবে এই মৌসুমের শুরু থেকেই চেনা যাচ্ছে না স্প্যানিশ এই জায়ান্ট ক্লাবটিকে। লিগ টেবিলে শীর্ষে থাকা বার্সার চেয়ে অনেক পিছিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা। চ্যাম্পিয়ন্স লিগেও তলানির দিকে আছে দলটি। 

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গেও নিজেদের মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে কার্লো আনচেলত্তির ক্লাব। এরপর গতকাল রাতে এসি মিলানের কাছে সেই ঘরের মাঠেই ৩-১ গোলে হেরেছে রিয়াল। ইতালিয়ান সিরি’আর ক্লাবটি নিজেদের লিগে সপ্তম স্থানে থাকলেও রিয়ালের বিরুদ্ধে এমন সাফল্য পেল। সবমিলিয়ে রিয়ালের অবস্থা টালমাটাল। 

রিয়ালের এমন অবস্থার পেছনের কারণ খুঁজছেন কোচ আনচেলত্তি। কিলিয়ান এমবাপ্পের মতো বিশ্বসেরা ফুটবলার আনলেও ফল কেন পরিবর্তন হচ্ছে না সেটা অনেক বড় প্রশ্ন। অরেলিয়া চুয়েমানি কিংবা গত মৌসুমে আলো ছড়ানো জুডে বেলিংহ্যামরাও নেই ছন্দে। তবে আনচেলত্তি আক্রমণভাগে কোনো সমস্যা দেখেন না। তার মতে, রিয়ালের আসল সমস্যা রক্ষণভাগে। 

আনচেলত্তি বলেন, ‘সুযোগ আমরা কম পাইনি। তবে আমার মতে, সমস্যা সেখানে নয়। (আক্রমণভাগে) আমরা আরও নিখুঁত হতে পারি সত্য, তবে মূল সমস্যা হচ্ছে আমাদের প্রতিপক্ষ কতটা সহজেই সুযোগ তৈরি করতে পারছে। তিন ম্যাচে ৯ গোল হজম করেছি আমরা। যে দলের বড় শক্তি রক্ষণে দৃঢ়তা, তাদের জন্য এটা খুবই বাজে ব্যাপার। আপাতত আমরা রক্ষণে সুদৃঢ় হতে পারছি না। বলব না যে ফুটবলাররা অলস। তবে এই মুহূর্তে কার্যকরভাবে একতাবদ্ধ হয়ে খেলতে পারছি না আমরা।’

ড্রেসিংরুমে কোনো সমস্যা আছে কি না এমন প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ‘ড্রেসিংরুমের পরিবেশ ঠিক আছে। অনেক কিছু নিয়েই সমালোচনা হতে পারে, আমাদের মানসিকতা, অনুশীলন; আগেও এরকম হয়েছে, লোকে অনেক কিছু বলেছে। আমরা ভালো খেলছি না। দল খুব ভালোভাবেই এগোচ্ছিল। হঠাৎ করেই খুব দ্রুত পতন হলো। তবে ফুটবলে এমন হতেই পারে।’

ক্লাবের এমন দুরবস্থায় আসা সমালোচনা নিয়ে রিয়াল কোচের ভাষ্য, ‘সমালোচনাগুলোকে গ্রহণ করতে হবে আমাদের, বাস্তবতা মেনে নিতে হবে। আরও ভালো হয়ে উঠতেই হবে আমাদের, এভাবে মৌসুমের শেষ পর্যন্ত যাওয়া যাবে না। রক্ষণে আরও ভালো করতে হবে। সমাধান খুঁজতে হবে আমাদের, তবে পাগল হয়ে সব বদলে ফেলা যাবে না। আবারও বলছি, মূল ব্যাপার হলো, রক্ষণে ভালো করতে হবে আমাদের।’