নিষেধাজ্ঞা শেষে আর্জেন্টিনা দলে ফিরলেন মার্তিনেজ

স্পোর্টস ডেস্ক
০৬ নভেম্বর ২০২৪, ১০:৪৩
শেয়ার :
নিষেধাজ্ঞা শেষে আর্জেন্টিনা দলে ফিরলেন মার্তিনেজ

খারাপা আচরণের দুই ম্যাচের নিষেধাজ্ঞা শেষে আর্জেন্টিনা দলে ফিরলেন এমিলিয়ানো মার্তিনেজ। বিশ্বকাপ ২০২৬ বাছাই পর্বে জাতীয় দলে পরের দুই ম্যাচের জন্য তাকে নিয়েই দল ঘোষণা করলেন কোচ লিওনেল স্কালোনি।

আগামী ১৪ নভেম্বর লিওনেল মেসির নেতৃত্বে প্যারাগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর পাঁচ দিন পর তারা ঘরের মাঠে খেলবে পেরুর বিপক্ষে।

মঙ্গলবার এই দুই ম্যাচের জন্য ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন স্কালোনি। যেখানে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ভালেন্সিয়ার মিডফিল্ডার এন্সো বারেনেচেয়া।

এর আগে বিশ্বকাপ বাছাইয়েই গত সেপ্টেম্বরে চিলির বিপক্ষে জয়ের পর কোপা আমেরিকার রেপ্লিকা ট্রফি নিয়ে অশালীন ভঙ্গিতে উদযাপন করেন মার্তিনেজ। এর পাঁচ দিন পর কলম্বিয়ার বিপক্ষে পরাজয়ের পর একজন ক্যামেরা অপারেটরের সরঞ্জামে ধাক্কা মারেন এই গোলকিপার। ওই দুই ঘটনায় আন্তর্জাতিক ফুটবলে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হন মার্তিনেস।

আর্জেন্টিনা দল:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা) ওয়াল্তার বেনিতেস (পিএসভি আইন্দহোভেন), জেরোনিমো রুলি (অলিম্পিক মার্সেই)

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা (আতলেতিকো মাদ্রিদ), গনসালো মনতিয়েল (সেভিয়া), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), হেরমান পেস্সেইয়া (রিভার প্লেট), লিওনার্দো বেলার্দি (অলিম্পিক মার্সেই), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), নেহুয়েন পেরেস (পোর্তো), লিসান্দ্রো মার্তিনেস (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও)।

মিডফিল্ডার: এন্সো ফের্নান্দেস (চেলসি), লেয়ান্দ্রো পারেদেস (রোমা), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), রদ্রিগো দে পল (আতলেতিকো মাদ্রিদ), আলেক্সিস মাক আলিস্তের (লিভারপুল), জিওভানি লো সেলসো (রেয়াল বেতিস), এন্সো বারেনেচেয়া (ভালেন্সিয়া), তিয়াগো আলমাদা (বোটাফোগো), ফাকুন্দো বুনানোত্তি (লেস্টার সিটি), নিকোলাস পাস (কোমো)

ফরোয়ার্ড: লিওনেল মেসি (ইন্টার মিলান), আলেহান্দ্রো গার্নাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস গনসালেস (ইউভেন্তুস), হুলিয়ান আলভারেস (আতলেতিকো মাদ্রিদ), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), ভালেন্তিন কাস্তেয়ানোস (লাৎসিও)