চোট পেয়ে যা বললেন নেইমার

স্পোর্টস ডেস্ক
০৫ নভেম্বর ২০২৪, ১৭:৪৩
শেয়ার :
চোট পেয়ে যা বললেন নেইমার

চোট আর নেইমার যেন সমার্থক শব্দ। কেননা এক বছরের বেশি সময় পর চোট কাটিয়ে মাঠে ফিরেই ফের চোট পেয়েছেন। আল হিলালের হয়ে দ্বিতীয় ম্যাচেই ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।

সোমবার এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচটিতে ৫৮তম মিনিটে মাঠে নামেন নেইমার। তবে ৩০ মিনিটও টিকতে পারেননি। একটি পাস নিয়ন্ত্রণে নিতে গিয়েই পায়ে টান লাগে তার।

ভিডিও ফুটেজে দেখা যায়, ডান পায়ের পেছনের দিকের পেশিতে হাত দিয়ে নিচু হয়ে থাকেন একটু সময়, পরে অস্বস্তি নিয়ে হাঁটতে দেখা যায় তাকে। এরপরই মাঠ ছেড়ে যান ৩২ বছর বয়সী তারকা। তার আগের চোট ছিল বাঁ পায়ে।

যদিও নেইমারের ইনজুরি নিয়ে ক্লাব কর্তৃপক্ষ কিছু জানায়নি। তিনি নিজেই মাঠ ছেড়ে যান, তাতে চোট খুব বাজে নয় বলেই অনুমান করা যায়। তবে মাঠ ছাড়ার সময় তার চোখেমুখে হতাশা ও বিরক্তির ছাপ ছিল স্পষ্ট। ডাগআউটে বসে মোজা ও বুট খুলে ছুড়ে মারেন তিনি।

অবশেষে মুখ খুলেছেন নেইমার। ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আশা করি, গুরুতর কিছু নয়...এক বছর বাইরে থাকার পর এমনটা হওয়াই স্বাভাবিক। চিকিৎসকেরা এরই মধ্যে বিষয়টি নিয়ে আমাকে সতর্ক করেছিলেন। তাই সাবধান থেকে আরও বেশি সময় খেলতে হবে আমাকে।’

এর আগে গত বছরের ১৭ অক্টোবর ব্রাজিলের হয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে এসিএল চোটে পড়েন নেইমার। কিছুদিন পর অস্ত্রোপচার করাতে হয় তার। পুনর্বাসনের দীর্ঘ পালা শেষে গত ২১ অক্টোবর তিনি মাঠে ফিরতে পারেন।