টি-টোয়েন্টি সিরিজে ফিরছেন বাটলার
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোট কাটিয়ে ফিরছেন জস বাটলার। গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই সিরিজ দিয়েই আবার ইংল্যান্ডের হয় ফিরবেন তিনি। তবে প্রত্যাবর্তনে কিপিং করবেন না। মাঠের বিভিন্ন পজিশন থেকে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা নেবেন তিনি। যেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের উইকেটের পেছনে দাঁড়াবেন ফিল সল্ট।
ইংল্যান্ডে চলতি উইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজে বাটলারের অনপুস্থিতিতে কিপিং করছেন সল্টই। যেখানে বাটলার গত রবিবার ওয়েস্ট ইন্ডিজে দলের সঙ্গে দিয়েছেন। তবে বুধবার ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও তাকে দেখা যাবে না। চোট পুরোপুরি কাটিয়ে তিনি খেলবেন টি-টোয়েন্টি সিরিজ দিয়েই।
এর আগে গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে তার ফেরার কথা ছিল। তবে চোট কাটিয়ে উঠতে না পারায় ফেরা হয়নি তার।
এদিকে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে যোগ করা হয়েছে আরেক কিপার-ব্যাটসম্যান মাইকেল পেপারকে। শুরুতে শুধু ওয়ানডে স্কোয়াডে ছিলেন তিনি। ২৬ বছর বয়সী ক্রিকেটার এখন রয়ে যাবেন টি-টোয়েন্টি সিরিজেও। ২০ ওভারের ক্রিকেটে দুই সেঞ্চুরিতে দুই হাজারের বেশি রান করেছেন তিনি ১৫২.১৬ স্ট্রাইক রেটে।
আগামী শনিবার ক্যারিবিয়ানে ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে।