কামরানরা ১২ ভাই, ৪ বোন; ওয়াসিম-ভনদের কৌতুক

স্পোর্টস ডেস্ক
০৪ নভেম্বর ২০২৪, ১৪:৫৮
শেয়ার :
কামরানরা ১২ ভাই, ৪ বোন; ওয়াসিম-ভনদের কৌতুক

ঘরের মাঠে টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ সেঞ্চুরি করে অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান দলে জায়গা করে নিয়েছেন কামরান গুলাম। যদিও সফরের শুরুর ম্যাচটিতে সুবিধা করতে পারলেন না এই মিডল অর্ডার ব্যাটার। ৬ বলে ৫ রান করেই প্যাট কামিন্সের বলে উইকেটের পেছনে জশ ইংলিসকে ক্যাচ দেন তিনি। 

ম্যাচ চলাকালে ধারাভাষ্যের দায়িত্বে ছিলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম, ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন ও অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্ট। ম্যাচের এক পর্যায়ে কামরানের ব্যক্তিগত বিষয় নিয়ে হাস্যরসে মেতে ওঠেন এই তিন সাবেক ক্রিকেটার। 

ওয়াসিম বলেন, ‘কামরান গুলাম, অনেক বড় পরিবার থেকে এসেছে, ১২ ভাইদের মধ্যে ১১তম সে এবং ৪ বোন রয়েছে।’

ওয়াসিমের সেই তথ্য জেনে অবাক হয়ে যান ভন। মাইক হাতে নিয়ে তিনি বলেন, ‘১৬ সন্তান। বাহ! বয়সের পার্থক্য কত ছিল, এটা একটা জিজ্ঞাসার বিষয়।’ সেসময় গিলক্রিস্ট বলে উঠেন, ‘পাকিস্তানের নির্বাচক কমিটি’। 

যদিও ওয়াসিম, ভন ও গিলক্রিস্টের এমন ধারাভাষ্যে ক্ষুব্ধ হয়েছেন ক্রিকেটপ্রেমীদের বড় একটি অংশ। তারা মনে করছেন, এটি কামরানের প্রতি অসৌজন্যমূলক এবং খেলার সঙ্গে সম্পর্কিত নয়। 

এদিন অবশ্য কামরানের ব্যাটিং নিয়েও ধারাভাষ্য কক্ষ থেকে সমালোচনা এসেছে। কামিন্সের বলে কামরানের দুরবস্থার পর অস্ট্রেলিয়ার ধারাভাষ্যকার কেরি ও’কিফি বলেন, ‘এটা মুলতানের পিচ নয়, বাচ্চা; এটা এমসিজি (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড)।