ঘরের মাঠে স্টার্কের মাইলফলক

স্পোর্টস ডেস্ক
০৪ নভেম্বর ২০২৪, ১৩:১১
শেয়ার :
ঘরের মাঠে স্টার্কের মাইলফলক

বয়স প্রায় পঁয়ত্রিশ হলেও বলের ধার একটুও কমেনি মিচেল স্টার্কের। আজ সোমবার পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম ওয়ানডেতেও দুর্দান্ত বল করলেন তিনি। পাকিস্তানের টপ অর্ডার ধসিয়ে ৩ উইকেট শিকার করেন ২০১৫ বিশ্বকাপের সেরা এই বোলার। ১০ ওভারে খরচ করেন মাত্র ৩৩ রান। 

পাকিস্তানের বিরুদ্ধে অন্যবদ্য পারফরম্যান্সে একটি মাইলফলকও স্পর্শ করে ফেলেছেন স্টার্ক। পঞ্চম অস্ট্রেলীয় বোলার হিসেবে ঘরের মাঠে শততম উইকেট শিকার করেছেন এই পেসার। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ পাকিস্তানে ওপেনার সাইম আইয়ুবকে আউট করেন স্টার্ক। ম্যাচের প্রথম উইকেটেই মাইলফলক স্পর্শ করেন তিনি। পরে আরেক ওপেনার আব্দুল্লাহ শফিক ও শাহিন শাহ আফ্রিদিকেও শিকারে পরিণত করেন এই পেসার। 

অস্ট্রেলিয়ার মাটিতে শততম উইকেটের মাইলফলকে স্টার্কের আগেও পৌঁছেছেন ব্রেট লি, গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্ন ও ক্রেইগ ম্যাকডারমটের মতো বোলাররা। 

ঘরের মাঠে অস্ট্রেলিয়ানদের মধ্যে সর্বোচ্চ উইকেট

*ব্রেট লি----৯৪ ইনিংস----১৬৯ উইকেট

*গ্লেন ম্যাকগ্রা----৯৫ ইনিংস----১৬০ উইকেট

*শেন ওয়ার্ন----৮৩ ইনিংস----১৩৪ উইকেট

*ক্রেইগ ম্যাকডারমট----৮৮ ইনিংস----১২৫ উইকেট

*মিচেল স্টার্ক----৫৪ ইনিংস----১০১* উইকেট

এখনো পর্যন্ত ১২৬টি ওয়ানডে ম্যাচ খেলেছেন স্টার্ক। এখনো পর্যন্ত ৫.২৬ ইকোনমিতে ২৪৪ উইকেট নিয়েছেন তিনি। ম্যাচে তার সেরা বোলিং ফিগার ২৮ রানের বিনিময়ে ৬ উইকেট।