টেন হাগের বিদায়ে ‘দোষী’ ফের্নান্দেসও, চাইলেন ক্ষমা
ব্রুনো ফের্নান্দেস। ছবি: সংগৃহীত
টানা ব্যর্থতার মাশুল গুনে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ থেকে বরখাস্ত হতে হয়েছে এরিক টেন হাগকে। কোচ বরখাস্ত হওয়ায় নিজেকেও দোষী করেছেন ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস।
রবিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ঘরের মাঠে চেলসির বিপক্ষে ১-১ গোলে ড্র করে ইউনাইটেড। ম্যাচে ইউনাইটেডের হয়ে পেনাল্টিতে একমাত্র গোলটি দেন ফের্নান্দেস। মৌসুমে এটিই তার প্রথম গোল। ম্যাচশেষে তিনি স্বীকার করে নিলেন, টেন হাগ বরখাস্ত হওয়ার পেছনে কীভাবে তিনিও দোষী।
স্কাই স্পোর্টসকে ফের্নান্দেস বলেন, ‘আমরা জানি যে এরিক (টেন হাগ) চলে গেছে, কোচ চলে গেলে ক্লাবের কারো জন্য সেটি ভালো নয়। দল ভালো অবস্থায় নেই, ফলাফল ভালো নয়, এবং এর মূল্য দিতে হয়েছে তাকে। যখনই দেখবেন কোনো ম্যানেজার চলে গেছে, তখন আপনাকে নিজের ওপরও দোষ চাপাতে হবে, কারণ দল হিসেবেই খারাপ হয়েছে। ১৫ জন খেলোয়াড়কে ছাড়ার চেয়ে ম্যানেজারকে ছাঁটাই করা সহজ।’
টেন হাগের কাছে ক্ষমাও চেয়েছেন ফের্নান্দেস, ‘আমি ম্যানেজারের (টেন হাগ) সঙ্গে কথা বলেছি এবং তার কাছে ক্ষমা চেয়েছি। আমি তার চলে যাওয়ায় হতাশ হয়েছি এবং আমি তাকে সাহায্য করার চেষ্টা করেছি। আমি গোল পাচ্ছিলাম না, আমরা কেউই গোল করতে পারছিলাম না এবং আমার নিজেকে দোষী মনে হয়েছে। আমি সাধারণত অনেক গোল পাই কিন্তু আমি আমার শতভাগ দেই। তিনি সেটা জানতেন।’
বর্তমানে লিগ টেবিলে ১৩তম স্থানে আছে ইউনাইটেড। টেন হাগ যাওয়ার পর রেড ডেভিলদের অন্তর্বর্তীকালীন দায়িত্ব নেন সাবেক ফুটবলার রুড ফন নিস্টরলয়। যদিও এরই মধ্যে কোচ নিয়োগ দিয়ে ফেলেছে ইউনাইটেড। স্পোর্টিং লিসবন থেকে কোচ হিসেবে নিয়ে এসেছে রুবেন আমোরিমকে। দ্রুতই দলের দায়িত্ব গ্রহণ করবেন তিনি।