রোহিত-কোহলিসহ ৪ ক্রিকেটার ভারতে শেষ টেস্টে খেলে ফেলেছেন!
নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে এমন ফলাফলের কথা চিন্তাও করেনি ভারত। দাপুটে ক্রিকেট দিয়ে ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫’ চক্রের টেবিলে শীর্ষে ছিল দলটি। ঘরের মাঠে সবশেষ ১২ বছর ধরেই ছিল অপরাজিত। সেখানে শ্রীলংকার বিপক্ষে নাস্তানাবুদ হয়ে আসা একটি দল তাদের সিরিজ হারিয়ে দিবে, এমনটি ভাবতে পারেনি কেউই।
শুধু সিরিজই জিতল না নিউজিল্যান্ড, হোয়াইটওয়াশ করল উড়তে থাকা রোহিত শর্মার দলকে। ভারতের স্পিন ফাঁদেই তাদের নাস্তানাবুদ করে ছেড়েছেন এজাজ প্যাটেল-মিচেল স্যান্টনাররা। এমন লজ্জাজনক পারফরম্যান্সের পর ভারতের দল নিয়ে চলছে কাটাছেড়া। ক্রিকেটারদের-কোচকে সমালোচনার তীরে বিদ্ধ করছেন সাবেক ক্রিকেটাররা।
কয়েকদিন পরই অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার জন্য উড়াল দেবে ভারত। এরই মধ্যে সিরিজ উপলক্ষে দল ঘোষণা করে ফেলেছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই। তাই, নিউজিল্যান্ড সিরিজে বাজে পারফরম্যান্স করলেও সেই ভিত্তিতে দল থেকে বাদ দেওয়া হচ্ছে না কাউকে। তবে ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, অস্ট্রেলিয়া সিরিজেও আশানুরূপ পারফর্ম করতে না পারলে বাদ দেওয়া হতে পারে দলের সবচেয়ে বড় দুই তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মাসহ ৪ সিনিয়র ক্রিকেটারকে। বাকি দুই ক্রিকেটার হচ্ছেন স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। পরবর্তী টেস্ট বিশ্বকাপ শুরু হওয়ার পরই এই সিদ্ধান্ত নিতে পারে ভারতীয় বোর্ড। সেটি হলে ঘরের মাঠে আর কোনো ম্যাচ খেলার সুযোগ পাবেন না এসব ক্রিকেটাররা।
বোর্ডের বরাত দিয়ে ভারতের পশ্চিমবঙ্গভিত্তিক গণমাধ্যম আনন্দবাজার বলছে, ‘নিউজিল্যান্ড সিরিজের ফলাফল নিয়ে আলোচনা হবে। ১০ নভেম্বর অস্ট্রেলিয়ার উদ্দেশে দল রওনা দেওয়ার আগে সাধারণ একটা আলোচনা। এই হার যে বড়সড় ধাক্কা তাতে সন্দেহ নেই। তবে অস্ট্রেলিয়া সিরিজ সামনেই রয়েছে। দলও ঘোষিত। সেখানে বদলের কোনও সম্ভাবনা নেই।
তিনি আরও বলেছেন, ‘যদি ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে না পারে, তাহলে নিশ্চিত থাকুন চার সিনিয়র ক্রিকেটার পরবর্তী ইংল্যান্ড সফরের বিমানে উঠবে না। হয়তো ওই চার জন দেশের মাটিতে শেষ টেস্ট খেলে ফেলল।’
প্রসঙ্গত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পরেই ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত, যা পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অন্তর্গত। দলের এই চার সিনিয়র ক্রিকেটার গেলে তৈরি পরবর্তী প্রজন্ম। রোহিত-কোহলির জায়গা নিতে তৈরি দেবদূত পাড্ডিকাল ও সাই সুদর্শনের মতো তারকা। অশ্বিনের জায়গায় এরই মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করার পথে ওয়াশিংটন সুন্দর। জাদেজার জায়গায় অক্ষর প্যাটেল ও মানব সুতারের মতো স্পিনারও তৈরি।