পাপনের পিএসসহ দুজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
০৪ নভেম্বর ২০২৪, ০০:০০
শেয়ার :
পাপনের পিএসসহ দুজন গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের ব্যক্তিগত সহকারী সাখাওয়াত মোল্লা (৫২) এবং তার সহযোগী আ. হেকিম রায়হানকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জানান, গত ১৯ জুলাই কিশোরগঞ্জের ভৈরব থানার লক্ষ্মীপুর ও কমলপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হয়। গণমিছিলে দুষ্কৃতকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা করে। এতে বেশ কিছু লোক আহত হন। এ ঘটনায় মামুন মিয়া (৩১), রুবেল মিয়া (৩২) এবং আলম সরকার (৪২) বাদী হয়ে ভৈরব থানায় পৃথক তিনটি মামলা করেন। এর পর আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান।

গত শনিবার রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে কিশোরগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্যের ব্যক্তিগত পিএস আসামি সাখাওয়াত মোল্লা ও মামলার আরেক এজাহারভুক্ত আসামি হেকিম রায়হানকে গ্রেপ্তার করা হয়। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।