তাইজুল-বিজয়ের রহস্যময় স্ট্যাটাস নিয়ে মুখ খুললেন জাকির
ম্যাচের চাপে বাংলাদেশ ক্রিকেট দলের যেন দম ফেলার ফুরসত নেই। পাকিস্তান সিরিজের পরপরই করতে হয়েছে ভারত সফর। সেটি শেষ করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ। সেটি শেষ হতে না হতেই আবার শুরু হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ।
আফগানদের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। সংযুক্ত আরব আমিরাতের শারজায় প্রথম ম্যাচটি হবে আগামী ৬ নভেম্বর। সিরিজ উপলক্ষে আগেই দল ঘোষণা করেছিল বাংলাদেশ। এরই মধ্যে আরব আমিরাতে চলে গেছেন দলের একাংশ। আজ রবিবার দ্বিতীয়ভাবে দেশ ছাড়ছেন বাকি ক্রিকেটাররা।
দেশ ছাড়ার আগে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন ওপেনার জাকির হাসান। সিরিজ ও সিরিজের বাইরের নানা বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। জাকিরকে প্রশ্ন করা হয় কয়েক দিন আগে দেওয়া তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান ও এনামুল হক বিজয়ের দেওয়া ফেসবুক স্ট্যাটাস নিয়েও।
আফগানিস্তানের বিপক্ষে দল ঘোষণার দিন তাইজুল স্ট্যাটাস দিয়ে কিছু না লিখলেও দুইটি ‘আবেগি’ ইমোজির পাশাপাশি তিনটি ‘তালি’র ইমোজি দেন। অন্যদিকে, বিজয় স্ট্যাটাসে লিখেছিলেন, ‘আমি কিছু জানি না, আল্লাহ জানে। তবে যতদিন পারি নিজের সর্বোচ্চ চেষ্টা করে যাব।’
অনেকেই সেই স্ট্যাটাসের পর মনে করেছেন, দলে সুযোগ না পেয়েই এমন স্ট্যাটাস দিয়েছেন তারা। বিষয়টি নিয়ে জাকিরের কাছে জানতে চাওয়া হলে এই ওপেনার বলেন, ‘যারা দলে আছেন তাদের নিজেদের পারফরম্যান্সের ওপর মনোযোগ দেওয়া উচিত এবং দল নির্বাচনের কাজ সম্পূর্ণ নির্বাচকদের হাতে। এখানে আমার কিছুই বলার নেই।’
আফগানিস্তান সিরিজ দিয়ে দীর্ঘ ৮ মাস পর ওয়ানডে খেলতে যাচ্ছে বাংলাদেশ। তবে সাম্প্রতিক সময়ে টেস্ট ও টি-টোয়েন্টিতে যাচ্ছেতাই পারফরম্যান্সের পর এই সিরিজেও শঙ্কা আছে। বিশেষ করে টপ অর্ডার ব্যাটিং নিয়ে। তাছাড়া এই মাঠে খেলা সবশেষ ৫ ম্যাচের ৪টিতেই জিতেছে আফগানরা।
জাকির বলেন, ‘এটা সত্যি যে আমরা ভালো শুরু দিতে পারছি না। টেস্টে যেমন কয়েকটি ম্যাচেই আমরা ওপেনাররা ভালো করতে পারিনি। এ জন্য আমরা ভুগেছি।...আমাদের ওটা নিয়ে পড়ে থাকলে হবে না। যেহেতু খুব দ্রুত সিরিজগুলো আসছে, পরের সিরিজেই আমরা সবাই চেষ্টা করছি আগের সিরিজের ভুলগুলো কোথায় তা খুঁজে বের করতে। সেগুলো কাটিয়ে উঠে সব সিরিজেই ওপেনিং বা টপ অর্ডার থেকে ভালো জুটি গড়ার চেষ্টা থাকবে, যেন মিডল অর্ডারের কাজটা আরও সহজ হয়।’