পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক
০৩ নভেম্বর ২০২৪, ১৯:১৫
শেয়ার :
পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন শ্রীলংকা

পাকিস্তানকে হারিয়ে ৬ ওভারের ক্রিকেট টুর্নামেন্ট ‘হংকং সিক্সেস’-এর চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলংকা। আজ রবিবার পাকিস্তানের দেওয়া ৭৩ রানের লক্ষ্য ৬ বল হাতে রেখেই পেরিয়ে যায় শ্রীলংকা। 

টসে জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠাং লংকানরা। দলটির হয়ে ওপেনার মুহাম্মদ আখলাক ছাড়া সবাই ছিলেন ব্যর্থ। ২০ বলে ৪৮ রান করেছে আখলাক। তাতে ৭৩ রানের ছোট লক্ষ্য পায় শ্রীলংকা। দলটির ধনাঞ্জয়া লক্ষণ ১ ওভার বল করে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। ২ ওভারে ২৫ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছেন থারিন্ডু রত্মায়েকে। 

ছোট এই লক্ষ্যের জবাব দিতে নেমে শ্রীলংকার জন্য বিপদ হয়ে আসেন লক্ষণ। ৭ বলে মাত্র ২ রান করে বিদায় নেন এই ওপেনার। তবে লংকানরা জয়ের পথে যায় আরেক ওপেনার সেদুকান উইরাক্কোদি ও তিনে নামা অধিনায়ক লিহুরু মাধুশঙ্কার ব্যাটে। ১৩ বলে ৩৪ রান করেন উইরাক্কোদি। আর মাধুশঙ্কার ব্যাটে ৫ বলে আসে ১৯ রান। এই দুজন আউট হলে জয়ের জন্য বাকি কাজটুকু করেন রত্নায়েকে (৪ বলে ১৬ রান)। 

টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে এই শ্রীলংকার কাছে হেরেই বিদায় নেয় বাংলাদেশ। এর আগে, সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। গ্রুপপর্বেও অবশ্য শ্রীলংকার কাছে হেরেছিল বাংলাদেশ। যদিও ওমানকে হারিয়ে গ্রুপ রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে পা দিয়েছিলেন মোহাম্মদ সাইফউদ্দিনরা।