ঘুরে দাঁড়ানো জয়ে শীর্ষে লিভারপুল

স্পোর্টস ডেস্ক
০৩ নভেম্বর ২০২৪, ০৮:৫৩
শেয়ার :
ঘুরে দাঁড়ানো জয়ে শীর্ষে লিভারপুল

ম্যাচের শুরুতেই গোল হজম করতে হয়। এরপর আক্রমণের বন্যা বইয়ে দিয়েও গোলের দেখা পাচ্ছিল না লিভারপুল। অবশেষে দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ঝড়ে দারুণ এক জয় তুলে নিয়েছে আর্না স্লটের শিষ্যরা। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে ২-১ গোলে জিতেছে অলরেডটরা।

শনিবার ঘরের মাঠ অ্যানফিল্ডে ফের্দি কাদিওলুর গোলে পিছিয়ে পড়ে লিভারপুল। তবে দ্বিতীয়ার্ধে সমতা ফেরান কোডি হাকপো। এরপর চমৎকার গোলে ব্যবধান গড়ে দেন মোহামেদ সালাহ।

চতুর্দশ মিনিটে পিছিয়ে পড়ে লিভারপুল। বক্সে ড্যানি ওয়েলবেকের ফ্লিকে বল পেয়ে প্রথম স্পর্শে জোরাল শটে গোলটি করেন তুরস্কের মিডফিল্ডার কাদিওলু।

বিরতির পর ৭০তম মিনিটে সমতায় ফেরে লিভারপুল। বাঁ দিক থেকে হাকপোর ক্রসে ব্রাইটনের এক ডিফেন্ডারের মাথা ছুঁয়ে বল আশ্রয় নেয় জালে। দুই মিনিট পরই আরেকবার উল্লাসে মেতে ওঠে গোটা অ্যানফিল্ড। পাল্টা আক্রমণে উঠে কার্টিস জোন্স পাস দেন সালাহকে। বক্সে ঢুকে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন মিশরীয় ফরোয়ার্ড।

লিগে ১০ ম্যাচে ৮ জয় ও এক ড্রয়ে লিভারপুলের পয়েন্ট এখন ২৫। ম্যানচেস্টার সিটি ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে। ১৯ পয়েন্ট নিয়ে তিনে উঠেছে নটিংহ্যাম ফরেস্ট। আর্সেনাল ১৮ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে। ১৬ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে ব্রাইটন।