নিউক্যাসলের কাছে হেরে পথ কঠিন হলো আর্সেনালের

স্পোর্টস ডেস্ক
০২ নভেম্বর ২০২৪, ২১:৩১
শেয়ার :
নিউক্যাসলের কাছে হেরে পথ কঠিন হলো আর্সেনালের

বিবর্ণ ফুটবল খেলে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে নিউক্যাসলের কাছে হেরে গেছে আর্সেনাল। তাতে প্রিমিয়ার লিগের শিরোপার পথটা অনেক কঠিন হয়ে গেল মিকেল আর্তেতার দলের। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির থেকে এক ম্যাচ বেশি খেলেও পার্থক্য ৫ পয়েন্টের। 

১০ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে তিনে আছে আর্সেনাল। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আটে নিউক্যাসল। ৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে ম্যানচেস্টার সিটি। বর্তমানে বোর্নমাউথের বিপক্ষে খেলছে পেপ গার্দিওলার শিষ্যরা। সমান ম্যাচে এক পয়েন্ট পিছিয়ে দুইয়ে লিভারপুল। আর্নে স্লটের দল বর্তমানে খেলছে ব্রাইটনের বিপক্ষে। 

আজ শনিবার নিউক্যাসলের মাঠে ১-০ গোলে হারে আর্সেনাল। শুরুর দিকেই নিউক্যাসলের আলেকসান্দার ইসাকের করা গোলই গড়ে দিয়েছে ম্যাচের ব্যবধান। 

পুরো ম্যাচে আর্সেনাল মাত্র ১০টি শট করতে সক্ষম হয়। এর মধ্যে মাত্র ১টি ছিল লক্ষ্যে। আর্সেনালের বিবর্ণ পারফরম্যান্স এতেই স্পষ্ট। চলতি মৌসুমে প্রথম ৭ ম্যাচে হারেনি আর্সেনাল। পরের তিন ম্যাচের মধ্যে দুটিতেই হার দেখল গানাররা। দুটিই প্রতিপক্ষের মাঠে গিয়ে। তাছাড়া বাকি ম্যাচটিতে ঘরের মাঠে লিভারপুলের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে তারা।