রিয়ালের নিশানায় কোন ৪ ডিফেন্ডার
চলতি মৌসুমের শুরুতে বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। পূর্বের চুক্তি অনুযায়ী ব্রাজিলের পালমেইরাস থেকে উড়িয়ে এনেছে আক্রমণভাগের আরেক ফুটবলার এনদ্রিককেও।
এই সময়ে রিয়াল ছেড়ে অন্য ক্লাবে পাড়ি জমিয়েছেন নাচো ও রাফা মারিনরা। অথচ, রক্ষণভাগে কোনো খেলোয়াড় ভেড়ায়নি স্প্যানিশ এই ক্লাবটি। লিল থেকে লেনি ইওরোকে আনার চেষ্টা করলেও সফল হয়নি লস ব্লাঙ্কোসরা। তরুণ এই ফ্রেঞ্চ ডিফেন্ডার পাড়ি জমিয়েছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে।
চলতি মৌসুমে রক্ষণভাগের খেলোয়াড়দের অভাব হাড়েহাড়েই টের পাচ্ছে রিয়াল মাদ্রিদ। সবশেষ এল ক্লাসিকোতে রক্ষণভাগের দুর্বলতায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে চার গোল হজম করে কার্লো আনচেলত্তির দল। লা লিগার পয়েন্ট টেবিলে বর্তমান চ্যাম্পিয়নরা বার্সার থেকে পরিস্কার ৬ পয়েন্ট পিছিয়ে। ১১ ম্যাচে এখনো পর্যন্ত হজম করতে হয়েছে ১১ গোল।
রক্ষণে এই দুরবস্থা কাটানোর উদ্যোগ নিয়েছে দলটি। আসছে জানুয়ারির দলবদলে চার ডিফেন্ডারের দিকে পাখির চোখ করে আছেন আনচেলত্তি। ফুটবলের জন্য বিখ্যাত ‘দ্য অ্যাথলেটিক’-এর প্রতিবেদন অনুযায়ী, রিয়ালের করা তালিকায় প্রথমেই আছেন পালমেইরাসের ভিতোর রেইস। প্রিমিয়ার লিগের দল চেলসি ও আর্সেনালও চাইছে তাকে।
রিয়াল নজর রাখছে বুন্দেসলিগার ক্লাব লেভারকুসেনে খেলা ডিফেন্ডার জোনাথন তাহ এবং আারবি লাইপজিগের ক্যাসেলো লুকেবার ওপর। রিয়ালের নজরে আছেন বর্তমানে আল-নাসরে খেলা সাবেক ম্যানচেস্টার সিটি তারকা অ্যামেরিক লাপোর্তে।
আগামী শনিবার লা লিগায় ভ্যালেন্সিয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল রিয়ালের। তবে স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার কারছে সেই ম্যাচটি স্থগিত হয়েছে। আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ইতালিয়ান ক্লাব এসি মিলানের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির শিষ্যরা।