এবার সাইফউদ্দিনের ১৭ বলে ৪২, তবুও হারল দল
হংকংয়ে চলমান ৬ ওভারের টুর্নামেন্ট ‘হংকং ক্রিকেট সিক্সেস’-এ প্রথম ম্যাচে ওমানকে বড় ব্যবধানে হারিয়ে শুভসূচনা করে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে হোচট খেল বাংলাদেশ। সাইফউদ্দিন আহমেদের ১৭ বলে ৪২ রানের ইনিংসেও বড় হার দেখেছে টাইগাররা।
প্রথমে ব্যাট করতে নেমে ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৭ রানে থামে শ্রীলংকা। জবাব দিতে নেমে সবগুলো ওভার খেলে ৮৯ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।
১০৭ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে ইনিসের চতুর্থ বলেই ২ বলে ৬ রান করা অধিনায়ক ইয়াসির রাব্বিকে হারায় বাংলাদেশ। এরপর সাইফউদ্দিন ও ওপেনার জিশান আলম ৫৮ রানের জুটি গড়লেও ম্যাচের প্রত্যাশা অনুযায়ী সেটি দ্রুতগতির ছিল না। শেষ পর্যন্ত এই খেসারতই দিতে হয় বাংলাদেশকে। ১৭ বলে ১টি চার ও ৫ ছক্কায় ৪২ রান করেন সাইফউদ্দিন। আর জিশান ১৩ বলে ২৭ রান করে আউট হন।
এর আগে, শ্রীলংকার হয়ে ১৭ বলে সর্বোচ্চ ৪৮ রান করেন অধিনায়ক লিহুরু মাধুশঙ্কা। ১২ বলে ৩২ রান করেন থানুকা দাবারে। ১ ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নেন জিশান। ১ ওভার বল করে ১ উইকেট নিলেও ২১ রান দেন সোহাগ গাজী।
প্রসঙ্গত, হংকংয়ে ১২ দল নিয়ে চলছে ৬ ওভারের এই টুর্নামেন্টটি। ৩টি করে দল নিয়ে ৪টি পুলে ভাগ হয়ে খেলছে দলগুলো। ‘ডি’ পুলে বাংলাদেশের সঙ্গী ওমান ও শ্রীলংকা। ৬ ওভারের এই টুর্নামেন্টে প্রত্যেক দল ৬ জন নিয়ে খেলছে।
নিজেদের প্রথম ম্যাচে ওমানকে ৩৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা। বাংলাদেশের হয়ে দানবীয় ব্যাটিং করেছেন সাইফউদ্দিন আহমেদ ও জিশান আলম। দুজনেই ১২ বলে সমান ৫৫ রান করেছেন। এর মধ্যে ওপেনিংয়ে নামা জিশান ১টি চার ও ৮টি ছক্কার মাধ্যমে নিজের ইনিংস সাজান। আর তিনে নামা সাইফউদ্দিন ৩টি চারের পাশাপাশি হাঁকান ৭টি ছক্কা। দুজনের কাউকেই অবশ্য আউট করতে পারেনি ওমানের খেলোয়াড়রা। রিটায়ার্ড আউট হয়ে ফিরেছেন তারা।