স্পেনে বিপর্যয়, রিয়াল-ভ্যালেন্সিয়া ম্যাচ স্থগিত
স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার কারণে দেখা দিয়েছে বিপর্যয়। হঠাৎ প্রবল বৃষ্টিতে শুরু হওয়া এই বন্যায় মৃতের সংখ্যা এরই মধ্যে দেড় শ ছাড়িয়েছে। বন্যার কারণে আগামীকাল শনিবার ভ্যালেন্সিয়ার মাঠে অনুষ্ঠেয় রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়ার ম্যাচটি স্থগিতক করা হয়েছে।
ভ্যালেন্সিয়ায় সব ফুটবল ম্যাচই এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। ভ্যালেন্সিয়া তাদের মাঠ মেয়াস্তাকে ব্যবহার করছে বন্যার্তদের সাহায্য করার জন্য। নতুন সূচিতে ম্যাচগুলো আয়োজন করার ঘোষণা দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।
বন্যার কারণে রিয়াল–ভ্যালেন্সিয়া ম্যাচ ছাড়াও স্থগিত করা হয়েছে ভিয়ারিয়াল–রায়ো ভায়েকানো ম্যাচও। লা লিগা কর্তৃপক্ষ ম্যাচ চলাকালে সম্প্রচারকদের মাধ্যমে বন্যার্তদের সাহায্যের আবেদন জানিয়েছে। এছাড়া ম্যাচ শুরুর আগে ক্ষতিগ্রস্তদের স্মরণে এক মিনিট নীরবতাও পালন করা হবে।