সাইফউদ্দিনের ১২ বলে ৫৫, জিতল বাংলাদেশ
হংকংয়ে ১২ দল নিয়ে চলছে ৬ ওভারের টুর্নামেন্ট ‘হংকং ক্রিকেট সিক্সেস’। ৩টি করে দল নিয়ে ৪টি পুলে ভাগ হয়ে খেলছে দলগুলো। ‘ডি’ পুলে বাংলাদেশের সঙ্গে আছে ওমান ও শ্রীলংকা। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। ওমানকে ৩৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা।
বাংলাদেশের হয়ে দানবীয় ব্যাটিং করেছেন সাইফউদ্দিন আহমেদ ও জিশান আলম। দুজনেই ১২ বলে সমান ৫৫ রান করেছেন। এর মধ্যে ওপেনিংয়ে নামা জিশান ১টি চার ও ৮টি ছক্কার মাধ্যমে নিজের ইনিংস সাজান। আর তিনে নামা সাইফউদ্দিন ৩টি চারের পাশাপাশি হাঁকান ৭টি ছক্কা। দুজনের কাউকেই অবশ্য আউট করতে পারেনি ওমানের খেলোয়াড়রা। রিটায়ার্ড আউট হয়ে ফিরেছেন তারা।
জিশান ও সাইফউদ্দিনের দানবীয় ব্যাটিংয়ে প্রথমে ব্যাট করে ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৪৭ রানের বিশাল স্কোর গড়ে বাংলাদেশ। দুজন রিটায়ার্ড হার্ট হওয়ায় কোনো উইকেট না হারিয়েই খেলেছেন বাংলাদেশের চার ব্যাটার। বাংলাদেশের ইনিংসে ওভারপ্রতি রান আসে ২৪.৫০ করে। ওপেনিংয়ে নামা আরেক ব্যাটার ইয়াসির আলি ৯ বলে ৩টি চার ও ২টি ছক্কায় করেন ২৬ রান। চারে নেমে ৩ বলে ৪ রান করেন আবু হায়দার রনি।
পরে ব্যাট করতে নেমে অবশ্য কম যায়নি ওমানও। ৬ ওভার ব্যাট করতে ওভারপ্রতি ১৮.৮৩ করে রান তুলে ১১৩ রানে অলআউট হয়েছে তারা। উল্লেখ্য, এই টুর্নামেন্টে কোনো দলে খেলোয়াড় সংখ্যা থাকতে হবে ৬ জন। ওমানের হয়ে ৮ বলে সর্বোচ্চ ২৯ রান করেন ভিনায়ক শুক্লা।
বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল জিশান আলম। ১ ওভার বল করে ১২ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন তিনি। ২ ওভারে ৩২ রান দেওয়া সাইফউদ্দিনও নিয়েছেন ১ উইকেট। ম্যাচসেরা হয়েছেন এই অলরাউন্ডারই। আবু হায়দার ১ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট ও সোহাগ গাজি ১ ওভারে ২৮ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। ১ ওভারে ১৮ রান দিলেও কোনো উইকেট পাননি নাহিদুল ইসলাম।