ভারতের কাছে ওয়াসিমের চাওয়া
আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে বসবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। এই প্রতিযোগিতায় ভারত অংশ নিতে চায়। তবে সেটি পাকিস্তানের মাটিতে নয়, নিরপেক্ষ ভেন্যুতে। কিন্তু কোহলি-রোহিতদের পাকিস্তানে দেখতে চান দেশটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।
গতকাল সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমি যেসব খবর পড়ছি, তাতে ভারত সরকার ও বিসিসিআইয়ের পক্ষ থেকে ইতিবাচক ভাবনা পাচ্ছি। আমি এটাও পড়েছি যে, তারা সম্ভবত তাদের সব ম্যাচ লাহোরে খেলবে। তারা সম্ভবত লাহোরে আসবে এবং ওই রাতেই (ফিরে যাবে)। এতে ভারত স্বচ্ছন্দে থাকলে, আমি এই পরিকল্পনার পক্ষে।’
ওয়াসিম আরও বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিতে পারি- তাদের খুব ভালো দেখাশোনা করা হবে। বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদবের মতো ভারতীয় ক্রিকেটারদের পাকিস্তানে ভক্ত আছে। তরুণ ক্রিকেটপ্রেমীরা তাদের ভালোবাসেন।’