তথ্যপ্রযুক্তি খাতে বেশি অনিয়ম হয়েছে
দেবপ্রিয় ভট্টাচার্য, শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান
অর্থনীতিবিদ ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, তথ্যপ্রযুক্তি খাতে বড় ধরনের আর্থিক অনিয়ম হয়েছে। আওয়ামী সরকারের আমলে ব্যাংক, জ্বালানি ও মেগাপ্রকল্পেও নানা অনিয়ম হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে অর্থনৈতিক
সাংবাদিকদের সংগঠন ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম-ইআরএফ সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন:
একে আবদুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রী
ড. দেবপ্রিয় বলেন, তৎকালীন সময়ে মেগাকাঠামোর নামে অতিমূল্যায়িত প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সংশয় আছে সরকারি তথ্য-উপাত্ত নিয়েও। বিগত সরকারের চাপে অনেক সরকারি কর্মকর্তা সঠিক তথ্য দিতে পারেননি। তিনি বলেন, পঞ্চবার্ষিক পরিকল্পনা পর্যালোচনা করা হবে। এই কমিটি বাজেটের আগে সরকারকে অর্থনীতি নিয়ে পরামর্শ দেবে। এ কমিটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে কাজ শেষে এই প্রতিবেদন দাখিল করবে।
এর আগে গত ২৮ আগস্ট দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে ১২ সদস্যের একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়। এটি সামষ্টিক অর্থনীতির পাশাপাশি খাতওয়ারি পরিস্থিতিও পর্যালোচনা করছে।
আরও পড়ুন:
পাল্টে যেতে পারে আন্দোলনের ধরন