স্টোকসের বাড়িতে চুরি
ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক বেন স্টোকসের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। একদল মুখোশধারী দুষ্কৃতীকারী তার বাড়ি থেকে বেশ কিছু মূল্যবান জিনিস চুরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর নিজেই জানিয়েছেন স্টোকস।
স্টোকস জানান, যদি কেউ ওই জিনিসগুলির খোঁজ পান তা হলে যেন পুলিশে খবর দেন। এই ঘটনার সময় পাকিস্তান সফরে ছিলেন ইংলিশ অধিনায়ক।
স্টোকস লিখেছেন, ‘গত ১৭ অক্টোবর ডারহামের ক্যাসেল ইডেন এলাকায় আমার বাড়িতে ডাকাতি হয়েছে। দুষ্কৃতীরা বেশ কিছু গয়না এবং মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। এর মধ্যে বেশ কিছু জিনিসের সঙ্গে আমার আবেগ জড়িয়ে রয়েছে। সকলের কাছে আমার আবেদন যারা এই কাজে জড়িত তাদের খোঁজ পেলে দয়া করে পুলিশকে খবর দিন।’
তিনি আরও লেখেন, ‘এই ঘটনা যখন ঘটছে তখন আমার দুই সন্তান এবং স্ত্রী বাড়িতেই ছিল। ভাগ্য ভাল তাদের কোনও ক্ষতি হয়নি। এই ঘটনা আমার পরিবারের মানসিক অবস্থার উপর প্রভাব ফেলেছে।’
এদিকে পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানিয়েছেন স্টোকস। তিনি লিখেছেন, ‘পুলিশ প্রশাসনকে ধন্যবাদ। যখন এই ঘটনা ঘটেছে তখন আমি পাকিস্তানে। আমার পরিবারের পাশে থাকার জন্য ধন্যবাদ।’