ধোনিসহ ৫ ক্রিকেটারকে রেখে দিচ্ছে মোস্তাফিজের চেন্নাই!
২০২৫ সালের আইপিএল নিলাম অনুষ্ঠিত হতে পারে আগামী নভেম্বরের শেষের দিকে। তার আগে ৩১ অক্টোবর শেষ হচ্ছে খেলোয়াড় ধরে রাখার সময়। ফ্র্যাঞ্চাইজিগুলো কাকে ধরে রাখবে, কাকে ছাড়বে সেগুলো নিয়ে ব্যস্ত সময় পার করছে। এরই মধ্যে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানাল, মহেন্দ্র সিং ধোনিসহ ৫ ক্রিকেটারকে ধরে রাখছে মোস্তাফিজুর রহমানের দল চেন্নাই সুপার কিংস।
ধোনি ছাড়াও চেন্নাইয়ের ধরে রাখা খেলোয়াড়দের মধ্যে আছেন- অধিনায়ক রুতুরাজ গাইকোয়াড়, রবীন্দ্র জাদেজা, শিভাম দুবে ও শ্রীলংকান পেসার মাথিশা পাথিরানা। তার মানে হচ্ছে, ফ্র্যাঞ্চাইজিটি ছেড়ে দিচ্ছে মোস্তাফিজসহ ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়েদের।
প্রতিবেদনে বলা হয়েছে, এই পাঁচজন খেলোয়াড়কে ধরে রাখার জন্য মোট ১২০ কোটি রুপি থেকে খরচ হচ্ছে ৬৫ কোটি টাকা। যদিও এই ব্যাপারে চেন্নাই সুপার কিংস বা ভারতীয় ক্রিকেট সংস্থা বিসিসিআই কিছুই জানায়নি।
ধোনির নেতৃত্বে পাঁচবার আইপিএলের শিরোপা জেতে চেন্নাই। গত বছর রুতুরাজের কাছে অধিনায়কত্ব ছেড়ে দেন তিনি। গুঞ্জন ছিল আর এই টুর্নামেন্টে খেলবেন না তিনি। তবে সম্প্রতি তিনি নিশ্চিত করেছেন, ২০২৫ সালের আইপিএলেও খেলছেন তিনি।