২০২৭ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার কোচ ম্যাকডোনাল্ড

স্পোর্টস ডেস্ক
৩০ অক্টোবর ২০২৪, ১৬:২৪
শেয়ার :
২০২৭ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার কোচ ম্যাকডোনাল্ড

২০২৭ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হেড কোচ থাকছেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। আজ বুধবার তার সঙ্গে নতুন করে চুক্তি করে ক্রিকেট অস্ট্রেলিয়া। তার মানে, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত প্যাট কামিন্সদের সঙ্গে থাকছেন তিনি। 

২০২২ সালের শুরুতে জাস্টিন ল্যাঙ্গারের জায়গায় কোচ করা হয় ম্যাকডোনাল্ডকে। তার অধীনে উল্লেকযোগ্য সাফল্য পেয়েছে অস্ট্রেলিয়া। তার কোচিংয়ে অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওয়ানডে বিশ্বকাপ ও ইংল্যান্ডে অনুষ্ঠিত অ্যাশেজে শিরোপা ধরে রাখে। 

নতুন এই চুক্তি করায় বেশ কয়েকটি বড় টুর্নামেন্টে থাকছেন ম্যাকডোনাল্ড। এর মধ্যে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ ছাড়াও টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আগামী বছর অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। এর মধ্যে ওয়ানডে বিশ্বকাপ ধরে রাখা ও টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা পুনরূদ্ধারের চ্যালেঞ্জ থাকবে তার সামনে। এছাড়াও ভারত ও ইংল্যান্ডে অ্যাওয়ে সিরিজ এবং মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) দেড় শ বছর পূর্তি হবে এই সময়ে। 

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি বলেন, ‘অ্যান্ডু প্রমাণ করেছেন যে তিনি অসাধারণ একজন প্রধান কোচ, যিনি দারুণ কৌশলের মাধ্যমে এবং দলের মধ্যে দারুণ পরিবেশ গড়ে অসাধারণ রেজাল্ট এনে দিয়েছেন। আরও দুই বছরের জন্য তার সঙ্গে চুক্তি করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’

চুক্তি করে ম্যাকডোনাল্ড বলেছেন, ‘আমি খুবই সৌভাগ্যবান যে দলে ব্যতিক্রমী অধিনায়ক, খেলোয়াড়, কোচ এবং সাপোর্ট স্টাফ পেয়েছি, যারা দলের সাফল্য ও উন্নতির জন্য নিজেদের সম্পূর্ণভাবে নিয়োজিত করেছেন।’