মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ দলে নেই জামাল
নভেম্বরের ১৩ ও ১৬ তারিখ মালদ্বীপের বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। ম্যাচ দুইটি উপলক্ষে আজ বুধবার ১৬ সদস্যের আংশিক দল ঘোষণা করেছেন কোচ হাভিয়ের ক্যাবরেরা। ঘোষিত সেই দলে চমক হচ্ছে- জায়গা হয়নি অধিনায়ক জামাল ভূঁইয়ার।
মূলত, ভুটানে চলমান এএফসি চ্যালেঞ্জ কাপের জন্যই আংশিক দল ঘোষণা করেছেন কাবরেরা। টুর্নামেন্টটি খেলতে বর্তমানে ভুটানে আছে বাংলাদেশের দল বসুন্ধরা কিংস। তারা দেশে ফিরলে তাদের কয়েকজনকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ দল ঘোষণা করা হবে। কিংস দেশে ফিরবে আগামী ৩ নভেম্বর।
মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দুইটি উপলক্ষে আগামী ১ নভেম্বর থেকেই অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। জামাল না থাকায় এই দুই ম্যাচে নতুন কোনো অধিনায়কের হাতে দেখা যাবে আর্মব্যান্ড।
মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচের স্কোয়াড
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন;
ডিফেন্ডার: মুরাদ হাসান, মেহেদী হাসান, শাকিল আহমেদ, রহমত মিয়া, শাকিল হোসাইন, ঈসা ফয়সাল, তাজউদ্দীন;
মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, শাহ কাজেম কিরমানি, পাপন সিং, দিদারুল আলম;
ফরোয়ার্ড: শাহরিয়ার ইমন, আরমান ফয়সাল ও মিরাজুল ইসলাম।