‘রিয়াল সবকিছুকে নিজেদের সম্পত্তি মনে করে’
প্যারিসের থিয়েটার দু শাতলেতে সোমবার রাতে যেন প্রথার বাইরে হেঁটেছে ব্যালন ডি’অর কর্তৃপক্ষ। যেখানে সবচেয়ে বেশি আলোচনায় থাকা রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়রকে পেছনে ফেলে ম্যানচেস্টার সিটির প্রথম ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতেছেন রদ্রি।
অবশ্য অনুষ্ঠানের আগেই চারিদিকে চাউর হয়ে গিয়েছিল, ভিনি নয় রদ্রির হাতেই উঠছে ব্যালন ডি’অর। তাই পুরো রিয়াল মাদ্রিদ প্যারিসের থিয়েটার দু শাতলের অনুষ্ঠান বয়কট করেছে। ব্যালন ডি’অরের বিজয়ী নির্বাচনের প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে বলে মনে করে রিয়াল।
ব্যালন ডি’অর না পাওয়াকে ভিনিসিয়াস মনে করছেন, বর্ণবাদের প্রতিবাদ করায় বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি পাননি তিনি। তবে ২৪ বছর বয়সী ফুটবলার কেন সেরা হতে পারেননি, তার একটি ব্যাখ্যা দিয়েছে ব্যালন ডি’অর আয়োজকরা।
যদিও এবার পুরস্কারটি জয়ের সম্ভাবনায় সবচেয়ে এগিয়ে রাখা হচ্ছিল ভিনিসিয়াসকে। গত মৌসুমে রিয়ালের চ্যাম্পিয়নস লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ে বড় অবদান রাখেন তিনি।
ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপের সঙ্গে আলাপে ফ্রান্স ফুটবল- এর প্রধান সম্পাদক ভাঁনসা গাসসিয়া বললেন, ক্লাব সতীর্থ বেলিংহ্যাম ও কারভাহাল শীর্ষ পাঁচে থাকার কারণে ভোটাভুটিতে কিছু পয়েন্ট কম পেয়েছেন ভিনিসিয়াস।
রিয়ালে পুরস্কার অনুষ্ঠানে না যাওয়ায় তাদের ওপর চটেছেন সার্জিও আগুয়েরো। ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনার সাবেক এই আর্জেন্টাইন স্ট্রাইকারের দাবি, রিয়াল সবকিছুকে নিজেদের মনে করে।
ব্যালন ডি’অরের আয়োজক ফ্রান্স ফুটবলের প্রতি রিয়ালের এমন অসম্মান ও নিজেদের দাম্ভিকতা সহজভাবে নিতে পারেননি আগুয়েরো। লাইভ ভিডিও স্ট্রিমিং পরিষেবা টুইচে সাবেক এই স্ট্রাইকার রিয়ালের কড়া সমালোচনা করেছেন। একই সঙ্গে জানিয়েছেন, তার একসময়ের ম্যানচেস্টার সিটি সতীর্থ রদ্রি যোগ্য খেলোয়াড় হিসেবেই ব্যালন ডি’অর জিতেছেন, ‘এটা সত্যিকার অর্থেই রদ্রির প্রাপ্য। সে বিশ্বসেরা ফুটবলার। ফুটবল সবার, শুধু রিয়াল মাদ্রিদের জন্য নয়। ওরা সবকিছুকে নিজেদের সম্পত্তি মনে করে।’