চট্টগ্রাম টেস্ট /

টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
২৯ অক্টোবর ২০২৪, ১০:০৬
শেয়ার :
টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। তবে টস জিতলে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ব্যাটিং নিতেন বলে জানিয়েছেন তিনি।

আজ সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে টস। এ টেস্টে বাংলাদেশ দলে রয়েছে বেশকিছু পরিবর্তন। অভিষেক হচ্ছে মাহিদুল ইসলাম অঙ্কনের।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ঢাকায় দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা আনতে চায় স্বাগতিকরা। জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ দল।

ঢাকায় প্রথম টেস্টে ব্যাটাররা ভালো করতে পারেননি। তাই চট্টগ্রামের ব্যাটিংবান্ধব উইকেটে অন্তত দু-একজনের কাছ থেকে বড় ইনিংস চায় টিম টাইগার। ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলার তাগিদ টিম ম্যানেজমেন্টেরও। 

এদিকে প্রথম টেস্ট জিতে ১০ বছর পর উপমহাদেশে টেস্ট জয়ের স্বাদ পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

অধিনায়ক এইডেন মার্করাম উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘সব খেলোয়াড়েরই নিজ নিজ পরিকল্পনা থাকে, ছেলেরা এটা জানে। বাংলাদেশের বোলারদের চাপে কীভাবে ফেলতে হবে, এ নিয়ে ছেলেরা কাজ করছে। এজন্য তাদের নিজেদের শক্তির জায়গা থেকে খেলতে হবে। উইকেট কেমন আচরণ করে, সেটার ওপর অনেকখানি নির্ভর করবে আমরা কীভাবে খেলব।’