ব্যালন ডি’অর ২০২৪: কে জিতল কোন পুরস্কার

স্পোর্টস ডেস্ক
২৯ অক্টোবর ২০২৪, ০৯:০৫
শেয়ার :
ব্যালন ডি’অর ২০২৪: কে জিতল কোন পুরস্কার

সবাইকে চমকে দিয়ে এবার ব্যালন ডি’অর পুরষ্কার জিতলেন ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি। বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাতে প্যারিসের থিয়েটার দু শাতলেতে জাঁকজমকপূর্ণ আয়োজনে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি পেয়েছেন তিনি।

এ লড়াইয়ে রদ্রি পেছনে ফেলেন ভিনিসিয়াস ও রিয়ালের আরেক তারকা জুড বেলিংহ্যামকে। গত মৌসুমে রিয়ালের হয়ে ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনি ও ইংলিশ মিডফিল্ডার বেলিংহ্যাম জেতেন লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ। ইংলিশ ক্লাব ম্যান সিটির জার্সিতে রদ্রি স্বাদ নেন প্রিমিয়ার লিগ ও ক্লাব বিশ্বকাপের শিরোপার। জাতীয় দল স্পেনের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ট্রফিও উঁচিয়ে ধরেন তিনি।

এদিকে মেয়েদের বিভাগে টানা দ্বিতীয়বার বর্ষসেরা ফুটবলার হয়েছেন বার্সেলোনার আইতানা বোনমাতি। তিনি পেছনে ফেলেন দুই ক্লাব সতীর্থ কারোলিন গ্রাহাম হানসেন ও সালমা পারায়উয়েলোকে।

এক নজরে দেখে নেওয়া যাক কে কোন পুরস্কার জিতলেন?

ছেলেদের ব্যালন ডি’অর: রদ্রি (স্পেন/ম্যানচেস্টার সিটি)

মেয়েদের ব্যালন ডি’অর: আইতানা বোনমাতি (স্পেন/বার্সেলোনা)

বর্ষসেরা গোলকিপার (লেভ ইয়াশিন ট্রফি): এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা/আর্জেন্টিনা)

বর্ষসেরা তরুণ খেলোয়াড় (কোপা ট্রফি): লামিনে ইয়ামাল (স্পেন/বার্সেলোনা)

ছেলেদের বর্ষসেরা কোচ (মেনস ইয়োহান ক্রুইফ ট্রফি): কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ)

মেয়েদের বর্ষসেরা কোচ (উইমেনস ইয়োহান ক্রুইফ ট্রফি): এমা হেইজ (চেলসি/যুক্তরাষ্ট্র নারী ফুটবল দল)

মেয়েদের বর্ষসেরা ক্লাব: বার্সেলোনা

ছেলেদের বর্ষসেরা ক্লাব: রিয়াল মাদ্রিদ

সক্রেটিস পুরস্কার: হেনি হেরমোসো (স্পেন, তাইগ্রেস ইউএএনএল)।