কে জিতবেন ব্যালন ডি’অর, আজ রাতে জানা যাবে

স্পোর্টস ডেস্ক
২৮ অক্টোবর ২০২৪, ১৫:৪২
শেয়ার :
কে জিতবেন ব্যালন ডি’অর, আজ রাতে জানা যাবে

অবশেষে অপেক্ষার পালা শেষ হচ্ছে। আজ রাতেই জানা যাবে, কে জিততে চলেছেন বর্ষসেরা মর্যাদাকর ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর। সোমবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে প্যারিসের থিয়েটার দু সাতেলে এক জমকালো অনুষ্ঠানে ঘোষণা করা হবে ব্যালন ডি’অর জয়ীর নাম।

ফ্রাঞ্চ ফুটবল সাময়িকী ব্যালন ডি’অর জয়ের দৌড়ে থাকা ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা আগেই প্রকাশ করেছিল। তবে নিঃসন্দেহে ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রি পুরস্কারটির জন্য লড়বে। যেখানে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা তো আবার এক পা এগিয়ে বলেই দিয়েছে, ব্যালন ডি’অর জিতবেন রিয়াল মাদ্রিদের ব্রাজিল তারকা ভিনিসিয়াস।

আগের প্রকাশিত ৩০ জনের তালিকায় অবশ্য রিয়াল তারকাদের জয়জয়কার। ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে আছেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম, জার্মান তারকা টনি ক্রুস, স্পেনের দানি কারবাহাল, ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেসহ আরও দুজন। বার্সেলোনা থেকে আছেন তরুণ তুর্কি লামিনে ইয়ামাল, ম্যানচেস্টার সিটি থেকে আছেন স্পেনের রদ্রি আর নরওয়ের আর্লিং হলান্ডের মতো বড় নাম।

ভিনিসিয়াস গত মৌসুমে ব্রাজিল ও রিয়ালের হয়ে সব মিলিয়ে ৪৯টি ম্যাচ খেলেছেন। ২৬টি গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি। প্রতি ১৪৬ মিনিটে গোল করেছেন ভিনি। ড্রিবল করেছেন ৪১.৬ শতাংশ। জিতেছেন তিনটি শিরোপা—চ্যাম্পিয়নস লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ।

স্পেন ও ম্যানসিটির হয়ে সব মিলিয়ে রদ্রি ম্যাচ খেলেছেন ৬৩টি। গোল ১২টি, গোলে সহায়তা ১৬টি। গোলপ্রতি গুরুত্বপূর্ণ পাস ১.৬৭। বড় সুযোগ তৈরি করেছেন ১১টি। শিরোপা জিতেছেন চারটি—স্পেনের হয়ে ইউরো আর সিটির জার্সিতে প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ। সব মিলিয়ে অপ্টার পাওয়ার পয়েন্টিংয়ে ভিনি পেয়েছেন ৭.৩৬ পয়েন্ট, রদ্রি ৭.৮৯।