সাবেক দুই কোচকে তহুরার উপহার
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের বিপক্ষে ৭-১ গোলে জয় পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ম্যাচে হ্যাটট্রিক করে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন তহুরা খাতুন। এর আগে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের ৩-১ গোলের জয়ে ২ গোল করে ম্যাচসেরা হয়েছিলেন তিনি।
গ্রুপপর্বে পাওয়া সেই পুরস্কারটি তহুরা উৎসর্গ করেছিলেন নিজের ছোটবেলার বন্ধু অকালপ্রয়াত ফুটবলার সাবিনা খাতুনকে। সেমিফাইনাল শেষে সেরা খেলোয়াড়েরের পুরস্কার পাওয়া তহুরা সাংবাদিকদের সঙ্গে আলোচনায় জানান তিনি এটি উৎসর্গ করেছেন তার দুই সাবেক কোচকে। তারা কারা?
তহুরা বলেন, ‘আমার ট্রফিটা আমার সাবেক কোচ ছোটন স্যার (বাংলাদেশ নারী ফুটবল দলের সাবেক কোচ গোলাম রব্বানী) এবং আমি যেই জায়গা থেকে উঠে আসছিলাম, সেই কলসিন্দুরের মফিজ স্যারকে (মফিজ উদ্দিন) উৎসর্গ করছি। আমার দুই প্রিয় কোচকে ট্রফিটা উৎসর্গ করতে পেরে ভালো লাগছে।’ ম্যাচের আগে ভেবেছিলেন হ্যাটট্রিক করে এভাবে ম্যাচটা রাঙিয়ে তুলবেন? কিছুটা লাজুক হেসে তহুরা বলেন, ‘এ রকম তো আর কেউ ভেবে মাঠে নামে না। চেষ্টা ছিল প্রথম থেকেই। আমরা যেহেতু ওপরে খেলি, যদি সুযোগ পাই, মিস যাতে না হয়, ঠান্ডা মাথায় যেন ফিনিশ করতে পারি। সেই চেষ্টা ছিল।’