৮ উইকেট নিয়ে দলকে জেতালেন রকিবুল
জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে বরিশালের বিপক্ষে ৮ উইকেটে জিতেছিল ঢাকা মেট্রো। আজ রবিবার দ্বিতীয় রাউন্ডে রাজশাহীকেও হারাল দলটি। ম্যাচের দ্বিতীয় ইনিংসে বাঁহাতি স্পিনার রকিবুল হাসানের ৮ উইকেটে মাত্র ২ দিনেই জয় পেল মেট্রো। রাজশাহীর বিপক্ষে এই জয় এসেছে ১০ উইকেটে।
প্রথম ইনিংসে রাজশাহীকে মাত্র ৭৭ রানে গুঁড়িয়ে দেয় ঢাকা মেট্রো। জবাব দিতে নেমে ২৩৩ রানে থামে তারা। ১৫৬ রানের লিড মাথায় নিয়ে রকিবুলের তোপে ১৬৬ রানের বেশি করতে পারেনি রাজশাহী। ১১ রানের লক্ষ্য কোনো উইকেট না হারিয়েই পেরিয়ে যায় ঢাক মেট্রো।
৫৬ রানের বিনিময়ে ৮ উইকেট নেন রকিবুল। প্রথম শ্রেনির ক্রিকেটে এটি তার সেরা বোলিং। এর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই স্পিনারের ক্যারিয়ার সেরা বোলিং ছিল ৭৪ রান খরচায় ৫ উইকেট।
রাজশাহীকে প্রথম ইনিংসে মাত্র ৭৭ রানে গুটিয়ে দেওয়ার নায়ক পেসার মারুফ মৃধা। মেট্রোর এই পেসার মাত্র ২২ রানের বিনিময়ে নিয়েছিলেন ৬ উইকেট। প্রথম ইনিংসে বোলিং করারই সুযোগ পাননি রকিবুল। বাকি ৪ উইকেটের মধ্যে ৩টি আনিসুল ইসলাম ইমন ও ১টি আবু হায়দার রনি শিকার করেন।
নিজেদের প্রথম ইনিংসে ৮১.২ ওভারে ২৩৩ রান করে ঢাকা মেট্রো। একমাত্র ফিফটি হাঁকান শামসুর রহমান। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেন মূলত পেসার আবু হায়দার। তাতে মেট্রোর লিড দাঁড়ায় ১৫৬ রানে।
বড় লিড মাথায় নিয়ে খেলতে নেমে ভালো শুরু পেয়েও ব্যর্থ হন রাজশাহীর তানজিদ। তবে আগ্রাসী ব্যাটিং করেন দলটির আরেক ওপেনার সাব্বির হোসেন। ৮ ছক্কা ও ৩ চারে ৫৬ বলে ৭৮ রান করেন তিনি। তবে আর কেউ রান করতে না পারলে ১৬৬ রানেই থামে রাজশাহী। মাত্র ১১ রানের লক্ষ্য ২ ওভার ১ বলেই পার করেন আনিসুল ইসলাম ও তাহজিবুল ইসলাম। টানা দুই জয়ে পয়েন্ট টেবিলে সবার ওপরে এখন ঢাকা মেট্রো।