শাহিনকে নিচে নামিয়ে ২৫ ক্রিকেটারের সঙ্গে পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি

স্পোর্টস ডেস্ক
২৭ অক্টোবর ২০২৪, ১৭:২৪
শেয়ার :
শাহিনকে নিচে নামিয়ে ২৫ ক্রিকেটারের সঙ্গে পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি

নিয়মমাফিকভাবে আগামী ১২ মাসের জন্য কেন্দ্রীয় চুক্তিতে ২৫ জন ক্রিকেটারকে যুক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন ঘোষিত এই চুক্তিতে এক ধাপ নিচে নামানো হয়েছে তারকা পেসার শাহিন আফ্রিদিকে। উল্লেখযোগ্যদের মধ্যে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন ফখর জামান। 

আজ রবিবার এক বিবৃতিতে পিসিবি এই চুক্তির কথা জানায়। সবশেষ চুক্তিতে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের পাশাপাশি ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন শাহিন। এবার বাবর-রিজওয়ানকে আগের জায়গায় রাখা হলেও শাহিনকে রাখা হয়েছে ‘বি’ ক্যাটাগরিতে। এই ক্যাটাগরির অন্য দুই সদস্য পেসার নাসিম শাহ ও টেস্ট অধিনায়ক শান মাসুদ। 

ফখর ছাড়াও কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়নি সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ, হাসান আলি, ইমাম-উল-হক, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ হারিস, ইহসানউল্লাহ ও শাহনেওয়াজ দাহানির। 

সবশেষ কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী, ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা প্রতি মাসে পাবেন ৪৫ লক্ষ পাকিস্তানি রুপি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ সাড়ে ১৩ লক্ষ টাকার কিছু বেশি। এছাড়া ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটাররা ৩০ লক্ষ, ‘সি’ ক্যাটাগরি ও ‘ডি’ ক্যাটাগরির ক্রিকেটাররা সাড়ে সাত লক্ষ থেকে ১৫ লক্ষ পাকিস্তানি রুপির ভেতর বেতন পাবেন। 

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকা:

ক্যাটাগরি এ (২ জন): বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান

ক্যাটাগরি বি (৩ জন): নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি এবং শান মাসুদ

ক্যাটাগরি সি (৯ জন): আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, হারিস রউফ, নোমান আলী, সাইম আইয়ুব, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল এবং শাদাব খান

ক্যাটাগরি ডি (১১ জন): আমির জামাল, হাসিবুল্লাহ, কামরান গুলাম, খুররম শাহজাদ, মীর হামজা, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ ইরফান খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র এবং উসমান খান