প্রথমার্ধে ভুটানের বিপক্ষে ৫-১ গোলে এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২৭ অক্টোবর ২০২৪, ১৫:০৩
শেয়ার :
প্রথমার্ধে ভুটানের বিপক্ষে ৫-১ গোলে এগিয়ে বাংলাদেশ

নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে রবিবার প্রথম সেমি-ফাইনালে ভুটানের বিপক্ষে ৫-১ গোলে এগিয়ে বিরতিতে গেছে বাংলাদেশ।

খেলার শুরু থেকেই লাগাম চলে আসে বাংলাদেশের পায়ে। সপ্তম মিনিটেই ঋতুপর্ণা চাকমার চোখ জুড়ানো গোলে এগিয়ে যাওয়ার পর তহুরা খাতুন ও সাবিনা খাতুনের জোড়া লক্ষ্যভেদে সেমিফাইনালে ভুটানের বিপক্ষে প্রথমার্ধেই ৫-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

একটি পরিবর্তন এনে ভুটান ম্যাচের একাদশ সাজান বাংলাদেশ কোচ। আক্রমণভাগে শামসুন্নাহার জুনিয়রের জায়গা খেলান সাগরিকাকে; জাতীয় দলের হয়ে অভিষেকে ভুটানের বিপক্ষেই হ্যাটট্রিক উপহার দিয়েছিলেন এই ফরোয়ার্ড।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে গত সাফের সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। এবার ব্যবধানটা আরও বড় হয় কি না, দ্বিতীয়ার্ধে অপেক্ষা সেটিই দেখার।