সেমিতে ভুটানের বিপক্ষে দুপুরে লড়বে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২৭ অক্টোবর ২০২৪, ০৯:৪৫
শেয়ার :
সেমিতে ভুটানের বিপক্ষে দুপুরে লড়বে বাংলাদেশ

নারী সাফ চ্যাম্পিয়নশিপে ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ। কেননা সবশেষ শক্তিশালী ভারতের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছিলেন সাবিনারা। এবার সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। আজ রবিবার দুদলের ফাইনালে ওঠার লড়াইটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর পৌনে ২টায়।

শেষ চারের ম্যাচ সামনে রেখে আগের দিন বোমা ফাটালেন নারী দলের ইংলিশ কোচ জেমস পিটার বাটলার। তার দাবি, মেয়েদের ভালো না খেলতে প্ররোচিত করছেন সাবেক কোচ গোলাম রব্বানী ছোটন!

ভারতকে হারানোর পর বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেছিলেন, প্রথমবারের মতো নারী সাফ জয়ী দলের কোচ গোলাম রব্বানী ছোটনের কাছ থেকে টোটকা নিয়েছিলেন তিনি এবং তা সতীর্থদের মাঝে ছড়িয়ে দেন। তাতেই ভারতের বিপক্ষে উৎসাহ পেয়ে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে মেয়েরা। ভুটানের বিপক্ষে ম্যাচের আগে কোচ পিটার বাটলার জানান, ‘এই দলের মেয়েদের কেউ (ভালো না খেলতে) প্ররোচিত করছে। টেকনিক্যালি টেকটিক্যালি আমরা ভালোই খেলছি ভারত ও নেপালের চেয়ে। এটা খুব বাজে ব্যাপার যখন বাইরের লোক বাফুফের সঙ্গে যোগাযোগ করে। এই দলের সাবেক কোচ (গোলাম রব্বানী) মেয়েদের বিরক্ত করে। তাদেরকে প্ররোচিত করে। এবং এরপর সেটার প্রতিক্রিয়া মেয়েদের কাছ থেকে পাই।’

ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামার আগে গতকাল অনুশীলনে সতীর্থদের সঙ্গে ছিলেন না অধিনায়ক সাবিনা খাতুন। কোচ বাটলার জানান, সাবিনার জ্বর। যার কারণে অনুশীলনে হাজির হতে পারেননি। গুঞ্জন রয়েছে, আগের দিন সাবিনা অবশ্য বলেছিলেন, ‘আমি ম্যাচের আগের দিন (ভারতের বিপক্ষে) স্যারের (গোলার রব্বানী) সঙ্গে কথা বলেছি। ১৪ বছরের একটি বন্ডিং রয়েছে উনার সঙ্গে। আমার মনে হয়, নিজেকে যতটা না জানি, এর চেয়েও বেশি উনি আমাকে জানেন।’ অভিযোগ রয়েছে সাবিনার এই কথাই কাল হয়ে দাঁড়িয়েছে হয়তো! তাই সরাসরি সংবাদ মাধ্যমের সামনে সাবেক কোচের বিরুদ্ধে কথা বললেন পিটার। আর তিনি জ¦রের অজুুহাতে অনুশীলনে রাখেননি সাবিনাকে।

গত সাফে সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে হারিয়েছিল মেয়েরা। ওই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন সাবিনা। কোচ বাটলার জানান, ‘আমি বাংলাদেশের ফুটবলের ভালো চাই। কিন্তু কিছু লোক এ দেশের ফুটবল ভালো হোক সেটা চায় না। তাদের ষড়যন্ত্র ফুটবলারদের মনোযোগ ও মানসিকতা বিপর্যস্ত করছে। এই দলে বাইরের কোনো ভুল মানুষ খারাপ বার্তা দিচ্ছে। এটা ঠিক না। এটা কোনো পেশাদারত্ব হতে পারে না।’

আজ অধিনায়ক সাবিনাকে ছাড়াই হয়তো ভুটানের একাদশ সাজাতে পারেন ইংলিশ কোচ। বাটলার জানান, ‘সাবিনা পরের ম্যাচ মিস করতে পারে। তবে শুধু সে না যে কোনো ফুটবলারই মিস করতে পারে। আমার জায়গা থেকে বিষয়টা দেখব। আমাকে বাস্তববাদী হতে হবে। আমার ‘এ’ ও ‘বি’ দুটি প্লান রয়েছে। সে (সাবিনা) না খেললে মুনকি আক্তার, মনিকা, সাগরিকা খেলবে। আমার হাতে বিকল্পও আছে।’

এদিকে কোচ বাটলারের অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয় নারী দলের সাবেক কোচ গোলাম রব্বানী জানালেন, ‘উনার ব্যর্থতা ঢাকার জন্য এসব কথা বলছেন। উনার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই আমি। আমার সঙ্গে এই দলের কোনো মেয়ের যোগাযোগ নেই। যাও সালাম বা দোয়া নেওয়ার জন্য ফোন করতো আগে, এখন সেই ফোনও ধরব না।’ এর আগে অবশ্য ইংলিশ কোচের বিরুদ্ধে অভিযোগ এনে মনিকা চাকমা বলেছিলেন, সিনিয়রদের দেখতে পারেন না ইংলিশ কোচ।