সম্রাট আকবরের প্রয়াণ

আমাদের সময় ডেস্ক
২৭ অক্টোবর ২০২৪, ০০:০০
শেয়ার :
সম্রাট আকবরের প্রয়াণ

প্রতাপশালী মোগল সম্রাট আকবর (১৫৫৬-১৬০৫)। পিতা হুমায়ুনের আকস্মিক মৃত্যুর পর মাত্র ১৪ বছর বয়সে ১৫৫৬ খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহন করেন। একজন বিজয়ী বীর, প্রশাসক ও শিল্প-সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে কৃতিত্বপূর্ণ কাজের জন্য আকবর পৃথিবীর বিখ্যাত শাসকদের মধ্যে বিশেষ স্থান অধিকার করে আছেন। ১৫৪২ সালের ১৫ অক্টোবর জন্ম এই শাসকের এবং ১৬০৫ সালের ২৭ অক্টোবর আগ্রায় ৬৩ বছর বয়সে প্রয়াত হন এ সম্রাট।

আকবর সিংহাসনে সুপ্রতিষ্ঠিত হওয়ার পর সাম্রাজ্য বিস্তারে প্রবৃত্ত হন। ১৬০৫ খ্রিস্টাব্দে প্রয়াণকালে তার সুবিশাল সাম্রাজ্য কাবুল থেকে বাংলা এবং হিমালয় থেকে আহমেদনগর পর্যন্ত বিস্তৃত ছিল। আকবরের রাজত্বকালে বাংলায় মোগল রাজত্বের প্রসার ঘটে।

সম্রাট আকবর ছিলেন বহুমুখী প্রতিভাসম্পন্ন সামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি প্রশাসনকে পুনর্বিন্যাস করতে কার্যকর সব ব্যবস্থা প্রবর্তন করেন। একটি শক্তিশালী কেন্দ্রীয় সরকার গঠন করেন এবং সাম্রাজ্যকে ১৫ প্রদেশে বিভক্ত করেন। আকবরের সাম্রাজ্যের এক গুরুত্বপূর্ণ প্রদেশ ছিল বাংলা। তিনি জাবতিপ্রথা নামে একটি রাজস্ব ব্যবস্থা গড়ে তোলেন। এর মাধ্যমে সুষ্ঠুভাবে ভূমি জরিপ, শ্রেণিকরণ এবং সরকারকে একটি নির্দিষ্ট হারে রাজস্ব প্রদানের ব্যবস্থা করা হয়।

এ ছাড়া মনসবদারি পদ্ধতি প্রবর্তনের মাধ্যমে সামরিক বাহিনীকে পুনর্গঠিত করেন সম্রাট আকবর। বাংলা সনের প্রবর্তকও তিনি। তার রাজত্বকালে শিল্প ও স্থাপত্যের বিশেষ অগ্রগতি সাধিত হয়। তবে আকবরের দ্বীন-ই-ইলাহী মুসলমানদের বিক্ষুব্ধ করে তুলেছিল।